আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

আটাব সম্মিলিত ফোরাম প্যানেলকে নির্বাচিত করার আহবান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-০৮ ২০:৫৭:৫৬

সিলেটভিউ ডেস্ক :: আটাব সদস্যদের ব্যবসায়িক কল্যাণের লক্ষ্যে আটাব সম্মিলিত ফোরাম-এর প্যানেলকে বিজয়ী করার আহবান জানিয়ে ফোরামের নেতৃবৃন্দরা বলেন, আমরা নির্বাচিত হলে মঞ্জুরীকৃত ট্রাভেল এজেন্সীর লাইসেন্স নবায়নের ক্ষেত্রে পুনরায় অফিস পরিদর্শন প্রথা বাতিলসহ ব্যবসায়ীক কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।      

শনিবার (৮ ডিসেম্বর) রাতে  আটাব-এর ২০১৯-২০২১ সেশনের নির্বাচন উপলক্ষে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে আটাব সম্মিলিত ফোরামের প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আটাবের  নির্বাচন কমিশনার ২০১৯-২১ আব্দুল বারি।

আটাবের বর্তমান ইসি সদস্য গিয়াস উদ্দিন আহমেদ আমজাদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাব-এর সাবেক সভাপতি আব্দুস শাকুর এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আটাব সম্মিলিত ফোরাম-এর প্যানেল প্রধান বায়রা’র সাবেক মহাসচিব মনসুর আহমেদ কালাম ।

সিলেট অঞ্চলের আটাব সম্মিলিত ফোরাম-এর প্যানেল প্রধান মোতাহার হোসেন বাবুলের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাব-এর  সাবেক সিনিয়র সহ-সভাপতি ও আটাব-বায়রা-এর সাবেক ইসি সদস্য সৈয়দ গোলাম সারওয়ার, আটাব ও হাব সিলেট অঞ্চলের সাবেক চেয়ারম্যান আব্দুল মুকিত চৌধুরী, হাব-এর বর্তমান সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইয়াকুব শরাফতী, সাবেক ইসি সদস্য আকবর হোসেন মঞ্জু, হাব ও আটাব সিলেট অঞ্চলের সাবেক চেয়ারম্যান ই.এইচ বেলাল, আব্দুল কাইয়ুম, তৈয়বুর রহমান নানু, আকবর আলী, মুসলেহ উদ্দিন আলমগীর, মনিরুজ্জামান চৌধুরী, সৈয়দ আব্দুল কুদ্দুস, আমির হোসেন, আহমদ বেলাল, এখলাছ উদ্দিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান, সুনামগঞ্জ সমিতির সভাপতি আকবর হোসেন মঞ্জু , জালাল উদ্দিন টিপু, আব্দুল কাইয়ুম, গোলাম কিবরিয়া, সাব্বির আহমদ চৌধুরী, জহিরুল কবির শীরু, জাহাঙ্গীর আলম চৌধুরী, মাওলানা আব্দুল কুদ্দুছ, এখলাছ উদ্দিন, গৌছ উদ্দিন।

সভায় প্যানেল পরিচয় করিয়ে দেন সিলেট চেম্বার অব কর্মাস-এর সাবেক  সভাপতি খন্দকার সিপার আহমদ।

সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মো. আব্দুল্লাহ এবং দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা আহমদ কবির ।

প্রধান অতিথির বক্তব্যে হাব-এর সাবেক সভাপতি আব্দুস শাকুর বলেন, ট্রাভেলস সেক্টরে বিদ্যমান সমস্যা সমাধানের জন্য একজন সৎ সাহসী, বিচক্ষণ, দূরদর্শী, শিক্ষিত, বিনয়ী, ধৈর্য্যশীল, গণতান্ত্রিক আচরনে অভ্যস্থ, বাণিজ্য সংগঠন পরিচালনায় অভিজ্ঞতা সম্পন্ন নেতার নেতৃত্বে একটি শক্তিশালী কার্যনিবাহী কমিটি প্রয়োজন। এজন্য আটাব সম্মিলিত ফোরাম প্যানেলকে নির্বাচিত করার আহবান জানাচ্ছি। এই প্যানেল  নির্বাচিত হলে মেম্বার বান্ধব পদ্ধতি, চিকিৎসা ফান্ড চালুসহ সদস্যদের কল্যাণে আরো বেশী করে কার্যক্রম গ্রহণ করা হবে।

সিলেটভিউ২৪ডটকম / ৮ ডিসেম্বর ২০১৯/প্রেবি/এসএইচ

শেয়ার করুন

আপনার মতামত দিন