আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

গোয়াইনঘাটে ২৬ টাকা কেজিতে সরকারি ভাবে ধান ক্রয়ের উদ্বোধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-০৯ ১৩:১৫:১০

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ২৬ টাকা কেজিতে সরকারি ভাবে ধান ক্রয়ের উদ্বোধন করেছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল।

সোমবার দুপুর ১২টায় গোয়াইনঘাট উপজেলা খাদ্য গোদামে কৃষকের কাছ প্রতি কেজি ধান ২৬ টাকা মূল্যে সরকারি ভাবে ক্রয়ের উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন

গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর তদন্ত হিল্লোল রায়, গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) মো: ফারুক হোসাইন,গোয়াইনঘাট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মনসুরুল আলম,গোয়াইনঘাট খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবু ভূষন পাল,খাদ্য পরিদর্শক নীল রায়,উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জীবন কৃষ্ণ রায়,উপসহকারী কৃষি কর্মকর্তা জয়নুর রশিদ, গোয়াইনঘাট উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল হক, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, সাবেক গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক, সেলিম উল্লাহ, সহকারী গোপাল কৃষ্নদে চন্দ, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইকবাল হোসেন, গোয়াইনঘাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো ইউসুফ কামাল,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুবাস চন্দ্র পাল ছানা, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ প্রমূখ।

সিলেটভিউ২৪ডটকম/৯ ডিসেম্বর ২০১৯/মতিন/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন