আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

সিলেটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-০৯ ১৫:২৪:১৬

সিলেটভিউ ডেস্ক :: প্রতি বছরের ন্যায় গতকাল ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটি  কর্মসূচি গ্রহণ করে।

কর্মসূচির অংশ হিসাবে অত্র সংগঠন বর্তমান সময়ের প্রেক্ষাপটে ৮ দফা দাবী সম্বলিত লিফলেট ছাপা করত: সিলেট মহানগরসহ কয়েকটি জেলায় দুর্নীতি বিরোধী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচার পত্র বিলি-বন্টন এবং মাইকযোগে দাবী সমূহ গত দুইদিন যাবৎ প্রচারণা চালানো হয়। ৯ ডিসেম্বর দুর্নীতি বিরোধী কার্যক্রমের অংশ হিসাবে সকাল ১১ ঘটিকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েতের সিদ্ধান্ত নেয় এবং সেই মোতাবেক বেলা সাড়ে ১১ টায় ব্যানার ফেষ্টুনে নির্ধারিত শ্লোগান লিখা থাকে। এই সময় নেতাকর্মী ও সচেতন জনগণ ব্যাংক শীর্ষ ডাকাত আব্দুল হাই বা”চুকে গ্রেফতার কর, নয়তো দুদক চেয়ারম্যান পদত্যাগ কর, রিজার্ভ ব্যাংকের লুট হওয়া ৫ হাজার কোটি টাকা আত্মসাৎকারী দেশীয় ডাকাতদের গ্রেফতার কর, বিচার কর, দুর্নীতি রোধে অবিলম্বে ন্যায়পাল নিয়োগ কর, শুদ্ধি অভিযান স্তিমিত কেন দেশবাসী জানতে চায়, বড় বড় রাঘব বোয়ালদের গ্রেফতার কর, বিচার কর, মুক্তিযুদ্ধের লক্ষ্য দুর্নীতি মুক্ত রাষ্ট্র। শ্লোগানে শ্লোগানে বিক্ষোভে ফেটে পড়েন।  পরে একটি বিরাট দুর্নীতি বিরোধী র‌্যালী রাজপথ পদক্ষিণ করে সিলেট সিটি পয়েন্টের দিকে অগ্রসর হয়ে এক বিরাট দুর্নীতি বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাছির উদ্দিন এডভোকেটের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন। দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় নেতা ও মানবাধিকার কর্মী  সৈয়দ আকরাম আল সাহানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও র‌্যালীতে অংশ নেন কেন্দ্রীয় সিনিয়ল সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক ডা: অরুণ কুমার দেব, সিলেট বিভাগ গণদাবী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, রংপুর বিভাগের সমন্বয়কারী এমডি হাফিজ, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক এম সিরাজুল ইসলাম, দক্ষিণ সুরমা শাখার সভাপতি আব্দুল ওয়াহিদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম সোহেল, লিগ্যাল এইডস বাংলাদেশ সিলেটের প্যানেল এডভোকেট মনজুর আহমদ, কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক শ্রমিক নেতা এম বরকত আলী, সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আহমদ বিলাস, সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এহসানুল হক তাহের, কেন্দ্রীয় সদস্য আব্দুল মোতাওয়াল্লী ফলিক, মুক্তিযোদ্ধা রাজিউল ইসলাম তালুকদার রাজু, কয়েছ আহমদ সাগর, জেলা মৎস্যজীবি লীগ সহ-সভাপতি আরশ আলী, সদস্য আমীরুল হোসেন চৌধুরী আমনু, শেখ কবির আহমদ, রফিকুল ইসলাম শিতাব, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইসমত ইবনে ইসহাক সানজিদ, সিনিয়র সহ-সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক আমীন তাহমিদ, যুগ্ম সম্পাদক জাবেদুল ইসলাম দিদার, সাংগঠনিক সম্পাদক রিখন তালুকদার লিকন, সহ-সাংগঠনিক সম্পাদক নিয়াজ কুদ্দুছ খান, সহ-সাংগঠনিক সম্পাদক কাওছার আহমদ, লাইফ লাইন অর্গানাইজেশনের ফাউন্ডার প্রেসিডেন্ট গোলাম রসুল খান রাজু, সুনামগঞ্জ ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম জিতু, যুগ্ম সম্পাদক সৈয়দ শহিদুল ইসলাম, এমসি কলেজ ছাত্রনেতা মোঃ হাবীব, পিয়ার হোসেন, যুব শ্রমিক লীগ জেলা সেক্রেটারী আদনান খান হেলাল, নির্মাণ শ্রমিক লীগ সিলেট জেলা সাধারণ সম্পাদক মোঃ নূর আলম, দক্ষিণ সুরমা শাখার নেতা হাফিজ শরীফ আহমদ, মুক্তার হোসেন, মাওলানা আব্দুল মুকিত, এম ফারুক, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সদস্য শেখ কামাল, মোগলাবাজার ইউপি আওযামীলীগ নেতা আব্দুল মতিন, নিহার রঞ্জন দে, আশীষ দত্ত, ম্যানস রাইটস ফাউন্ডেশন সিলেট বিভাগের সেক্রেটারী জেনারেল ইফতেখার মাহমুদ, মদীনা মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন, খোজারখলা আদর্শ সমাজ কল্যাণ সংঘের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।

প্রধান বক্তা মকসুদ হোসেন বলেন, গত ২৫ নভেম্বর দৈনিক আমাদের সময়ে প্রকাশিত অর্থ মন্ত্রণালয়ের প্রকল্প আইবাস প্লাস প্লাস সফটওয়ার এর মাধ্যমে ভুতুড়ে পেনশনভোগী ৫০ হাজার এবং অস্তিত্বহীন ৬০ হাজার সরকারী চাকুরে বেতন ভাতা বাবদ অন্যান্য দুর্নীতিবাজ চক্রের সিন্ডিকেটের মাধ্যমে গত ১০/১৫ বৎসরে হাজার হাজার কোটি টাকা লুন্ঠনকারীদের শনাক্ত করে গ্রেফতার করার জোর দাবী জানান।

সভাপতির বক্তব্যে নাছির উদ্দিন এডভোকেট অত্যন্ত ক্ষোভের সাথে বলেন, গণমাধ্যমে প্রকাশিত দুদক চেয়ারম্যানের উদ্ধত্যপূর্ণ বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা করে বলেন, বাংলাদেশের আপামর জনগণের মুখপাত্র সাংবাদিক সমাজের মাধ্যমে জনগণের কথাই প্রতিফলিত হয়। ইকবাল মাহমুদ উল্লেখ করেছে, বাচ্চুর বিরুদ্ধে অভিযোগ তদন্তাধীন আছে কিন্তু এই তদন্ত বৎসরের পর বৎসর ঝুলে থাকবে এটা সচেতন জনগণের কাছে রহস্যজনক এবং প্রশ্নবিদ্ধ। দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ এই ১৫ কোটি জনগণের করের উপর বেতন ভাতা নিতেছেন তিনি জনগণের চাকর। অবিলম্বে ইকবাল মাহমুদকে সাংবাদিক সমাজের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। মুষ্টিমেয় এই দুর্নীতিবাজদের কারণে দেশের অগ্রযাত্রা ভুলুন্ঠিত হচ্ছে। তিনি অবিলম্বে দেশের অন্যতম দুর্নীতিবাজ বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে মামলা দায়েরে ব্যর্থ বর্তমান দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের পদত্যাগের জোর দাবী করেন।  পাশাপাশি গ্যাস-বিদ্যুৎ, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করত: দুর্নীতিবাজ ব্যবসায়ী ও অশুভ শক্তিকে চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসার আহবান জানান।

সমাবেশে পবিত্র কুরআনে করীম থেকে তেলাওয়াত করেন দক্ষিণ সুরমা শাখার সাংগঠনিক সম্পাদক সম্পাদক রফিকুল ইসলাম শিতাব। 

সিলেটভিউ২৪ডটকম/৯ ডিসেম্বর ২০১৯/প্রেবি/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন