আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

বালাগঞ্জে লটারির মাধ্যমে কৃষক বাছাই

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-১০ ১০:৪৪:৪৭

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি :: বালাগঞ্জ উপজেলায় আমন ধান সংগ্রহে স্বচ্ছতার লক্ষ্যে উন্মুক্ত লটারির মাধ্যমে ৬টি ইউনিয়নে ৫শ ৯৬জন কৃষক বাছাই করা হয়েছে।  সোমবার (০৯ ডিসেম্বর) দুপুরে এ লটারি ও বাছাই অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে এ বাছাই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. জসিম উদ্দিন সরকারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান এম.এ মতিন, পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মুনিম, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোক্তার মিয়া, খাদ্য পরিদর্শক মো. আলমগীর, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন, ইউপি সদস্য শিহাবুর রহমান শিহাব, স্বপন কান্তি দাস সপু প্রমুখ। এ সময় বিভিন্ন ইউনিয়ন কৃষক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/১০ ডিসেম্বর ২০১৯/জেআরজে/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন