আজ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ইং

বালাগঞ্জে বেগম রোকেয়া দিবস পালন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-১০ ১০:৫৭:২৬

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি ::  বালাগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিসব পালন করা হয়েছে।  সোমবার (০৯ ডিসেম্বর) এ দিবস পালন উপলক্ষে মানববন্ধন, আলোচনা সভা ও জয়িতাদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিব। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর।

সাংবাদিক শাহাব উদ্দিন শাহিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এম.এ মতিন, পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মুনিম, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোক্তার মিয়া, বালাগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রফিকুল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র ম-ল, উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রকীব ভুইয়া, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের মধ্যে ৪জন জয়িতা নির্বাচন করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/১০ ডিসেম্বর ২০১৯/জেআরজে/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন