আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

ওসমানীনগরে কিশোরীদের নিয়ে সূচনা প্রকল্পের সমাবেশ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-১০ ২১:২৯:২৩

ওসমানীনগর প্রতিনিধি :: কিশোরীদের দক্ষতা বৃদ্ধি ও সচেতনতার লক্ষে ওসমানীনগরে ‘কিশোরী সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। গ্রাম বাংলা নিয়ে আঁকা ছবি প্রদর্শনী, বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোরীদের স্বাস্থ্য সেবাসহ অভিনয়, গান, কবিতা আবৃতির মধ্য দিয়ে কিশোরীদের সচেতন করতে উক্ত সমাবেশের আয়োজন করে আর ডি আর এস বাংলাদেশ পরিচালিত সূচনা প্রকল্প।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) উপজেলার ওসমানী গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরে পিয়ার লিডারদের নিয়ে দিনব্যাপি আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সকাল ১০ টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ময়নূল হক চৌধুরী।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সূচনা কর্মসূচীর প্রোগ্রাম ডাইরেক্টর আরিফ আহমদ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা খানম ও দয়ামীর ইউনিয়ন চেয়ারম্যান এস.টি. ফখর উদ্দিন।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন আর ডি আর এস সূচনা প্রকল্পের ওসমানীনগর উপজেলা সম্বনয়কারী মিজানুল হক, নজরুল ইসলাম, হুমাইন কবির, দয়াল কর্মকার, নিতাই চাঁদ, নূর নাহার, সাদিয়া আক্তর প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১০ ডিসেম্বর ২০১৯/আরপি/এসএইচ

শেয়ার করুন

আপনার মতামত দিন