আজ বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ইং

কোম্পানীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-১১ ১১:৩৬:৫৯

সিলেট :: বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (রেজি. নং- এস. ১২০৬৮), কোম্পানীগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মাঝেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রমজান আলীকে সভাপতি এবং জালিয়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাজ্জাদুর রহমানকে সাধারণ সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য সংগঠনের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার ৮১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

সোমবার সকাল ১১টায় উপজেলার শহীদ স্মৃতি টুকেরবাজার উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাবেক সভাপতি মো. আব্দুল হালিমের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক শৈলেন চন্দ্র নাথের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক প্রমোথেশ দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক কল্যাণ ব্রত বিশ^াস, মহানগরের সভাপতি আব্দুল মালেক, জেলার সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, জেলা শাখার সিনিয়র সহ সভাপতি বুরহান উদ্দিন, সহ সভাপতি বিপুল রঞ্জন সরকার, উপদেষ্টা নিকেতন দাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মালেক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জিত মোহন দাস, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শিবলু। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন গোয়াইনঘাট শাখার সভাপতি আব্দুস শুক্কুর, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ, অর্থ সম্পাদক কামাল উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক সঞ্জয় চৌধুরী, ক্রীড়া সম্পাদক নুরুল ইসলাম, কোম্পানীগঞ্জ শাখার সাংগঠনিক সম্পাদক মো. শামছুন নূর, জৈন্তাপুর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমদ প্রমুখ।

সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. হযরত আলী এবং পবিত্র গীতা পাঠ করেন বিপ্লব মহলা নবীশ। স্বাগত বক্তব্য রাখেন সাজ্জাদুর রহমান ও ছালমা বেগম।

ত্রি-বার্ষিক সম্মেলনে ৮১ সদস্যবিশিষ্ট কোম্পানীগঞ্জ উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটিতে স্থানপ্রাপ্তরা হলেন- সভাপতি- রমজান আলী, সিনিয়র সহ সভাপতি-আয়শা বেগম, দেবলচন্দ্র তালুকদার, মো. শফিকুল ইসলাম, সহ সভাপতি- বরকত উল্লাহ চৌধুরী, হিরালাল রায়, জেসমিন বেগম, রুমি বেগম, মো. ছবিল মিয়া, শিল্পী বেগম, বিপ্লব মহলা নবীশ, অঞ্জনা দেবী, সুমিত্রা বালা দেবী ও অঞ্জনা দেবী। সাধারণ সম্পাদক- সাজ্জাদুর রহমান, সিনিয়র সাধারণ সম্পাদক- রওশন আরা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক- ফারুক আহমদ, আব্দুর রহিম, শারমিন সুলতানা, সাবিত্রী রানী দাস, শৈবাল দাস, স্বপ্না বেগম, মাহবুবা জামান শিলা, রিনা সুলতানা, শিরিনা বেগম, আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক- আজিবুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক- আরিফা সুলতানা, সিরাজুন নেছা, সফর আলী, নুরজাহান আক্তার তাহেরা, অর্থ সম্পাদক- কবির চৌধুরী, সহ অর্থ সম্পাদক নাসরিন আক্তার, মহিলা বিষয়ক সম্পাদিকা- নাজমিনা আক্তার, সহ মহিলা বিষয়ক সম্পাদিকা হোছনা বেগম ও ইপা আক্তার, দপ্তর সম্পাদক- ইকবাল হোসেন, সহ দপ্তর সম্পাদক- ছিদ্দিকুর রহমান, প্রচার সম্পাদক- লিটন লাল মোহন্ত, সহ প্রচার সম্পাদক শিউলী আক্তার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক -আব্দুল কাদির, সহ তথ্য ও প্রযুক্তি- রাবিয়া বেগম, রোহামা আক্তার, মিডিয়া বিষয়ক সম্পাদক-মিলি রানী দাস, সেলিনা আক্তার, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক- মাঈনুল ইসলাম, সহ সম্পাদক-ফেরদৌসী আক্তার, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক- তৃষ্ণা রানী বিশ্বাস, সহ সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক- গোলবদন আক্তার, কাব বিষয়ক সম্পাদক- বিউটি রানী সরকার, সহ-কাব বিষয়ক সম্পাদক সুভ্রা রানী দাস, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক -রুমা রানী দে, সহ সাংস্কৃতিক সম্পাদক- সালমা আক্তার, ক্রীড়া সম্পাদক, সোহেল মিয়া, সহ ক্রীড়া সম্পাদক- ফজল করীম, আইন বিষয়ক সম্পাদক- আব্দুল খালেক, সহ আইন সম্পাদক- তাজুল ইসলাম, সমবায় ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক- শাহেদ আহমদ, সহ সমবায় ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক-কাজলী রানী বিশ্বাস, ধর্ম বিষয়ক সম্পাদক -আওলাদ হোসেন, সহ ধর্ম বিষয়ক সম্পাদক-মাওলানা বিলাল আহমদ, আপ্যায়ন বিষয়ক- মুনিরা তাসনীম, সহ আপ্যায়ন সম্পাদক- তৃপ্তি রানী বিশ্বাস পম্পা, লাভলী বেগম, নির্বাহী সদস্য- নিলুফার ইয়াছমিন মুক্তা ইন্তাজ আলী, মমতাজ বেগম, শাহেরা বেগম, খোদেজা বেগম, নাছিমা আক্তার, শারমিন বেগম, হেনা বেগম, আল্পনা বেগম, রুকিয়া বেগম, রুকাইয়া আক্তার, আজিমা বেগম, হেলেনা বেগম, ফারহানা ইয়াছমিন, জেসমিন আক্তার জাহান, রহিমা বেগম, জেসমিন আক্তার, হোছনে আরা বেগম, পাপিয়া সরকার, আমিনা বেগম, ছালমা বেগম প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১১ ডিসেম্বর ২০১৯/প্রেবি/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন