আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

গোয়াইনঘাটে হাওর রক্ষা বাধে ৭০ লাখ টাকা বরাদ্ধ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-১১ ২১:৩১:৩৬

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :: গোয়াইনঘাটে বিভিন্ন হাওর রক্ষা বাধে ৭০ লাখ টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। বুধবার গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে হাওর রক্ষা বাধেঁর পিআইসি কমিটি গঠন করা হয়েছে। সিলেট পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম সরকারের পরিচালনায় বিকাল ৪টায় অনুষ্ঠিত সভায়  হাওর রক্ষা বাধে এ সিধান্ত নেয়া হয়েছে।

প্রকল্পে বরাদ্ধে দেয়া টাকার পরিমাণ হল, হাইলা বিলে সাড়ে ৫ লাখ, লস্কর কান্দিতে সাড়ে ৫ লাখ, লাকী গ্রামে সাড়ে ৫ লাখ, তুড়ুক ভাগ-নোয়াপাড়ায় ২ লাখ ২০ হাজার , সাকের পেকের খালে সাড়ে ৫ লাখ, কুরিখলা সাড়ে ৫ লাখ, বীরমঙ্গল ৪ লাখ ৪০ হাজার, সতিতে সাড়ে ৬ লাখ, লেঙ্গুড়া সাড়ে ৫ লাখ, নাইন্দার হাওর ৯ লাখ ৭৫ হাজার, বাউরবাগে ৭ লাখ ৭০ হাজার ও সানকি ভাঙ্গায় দেয়া হয়েছে সাড়ে ৬ লাখ টাকা।

এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, উপজেলা প্রকৌশলী রসেন্দ্র চন্দ্র রায়, উপজেলা মৎস্য কর্মকর্তার মো: আবু তাহির চৌধুরী, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আহমদ, আলীরগাওঁ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল খায়ের, মুজিবুর রহমান, মিনহাজুর রহমান, ফয়েজ আহমেদ প্রমূখ।

সিলেটভিউ২৪ডটকম/১১ ডিসেম্বর ২০১৯/মতিন/জুনেদ


শেয়ার করুন

আপনার মতামত দিন