আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

১২ ডিসেম্বর: গোলাপগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-১১ ২২:০৬:০৯

গোলাপগঞ্জ প্রতিনিধি :: সিলেটের গোলাপগঞ্জ মুক্ত দিবস ১২ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে গোলাপগঞ্জকে পাক হানাদার মুক্ত ঘোষনা করা হয়।

মুক্তদিবস উপলক্ষে গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের উদ্যোগে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১১টায় এক বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির সূচনা হবে বলে জানান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম দস্তসীর খাঁন ছামিন।

উল্লেখ্য ১৯৭১ সালের ১১ডিসেম্বর ভোরের দিকে পাক হানাদার বাহিনী প্রাণরক্ষার জন্য সিলেটের দিকে পালিয়ে যায়। ১২ ডিসেম্বর সকালে বীর মুক্তিযোদ্ধা জি. এন চৌধূরী হুমায়ুনসহ মুক্তিযোদ্ধাদের নিয়ে গোলাপগঞ্জ চৌমুহনীতে অবস্থিত তৎকালীন একটি বট গাছের চুড়ায় বাঁশের একটি খুঁটি বেধেঁ দিয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।

সিলেটভিউ২৪ডটকম/১১ ডিসেম্বর ২০১৯/এএইচ/পিডি

শেয়ার করুন

আপনার মতামত দিন