আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

বিজয় দিবসে কাজীটুলা ওয়েলফেয়ার সোসাইটির ক্রীড়া প্রতিযোগিতার উদ্যোগ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-১২ ০০:৩৭:৫৯

সিলেট :: মহান বিজয় দিবস উপলক্ষ্যে সিলেট নগরের কাজীটুলা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দুইদিনব্যাপী শিশু-কিশোর ক্রীড়া, চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। কাজীটুলাস্থ ক্লাব ভবনে বুধবার রাত ৮টায় কার্যনির্বাহী পরিষদের এক জরুরিসভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

ক্লাবের সহ-সভাপতি রোটারিয়ান আব্দুল মালিক সুজনের সভাপতিত্বে ও ক্লাবের সাধারণ সম্পাদক মখলিছুর রহমান কামরানের পরিচালনায় আগামী ১৫ ও ১৬ ডিসেম্বর কাজীটুলাস্থ কাউন্সিলর রাশেদ আহমদের বাসভবন সংলগ্ন খোলাস্থানে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেন ক্লাব নেতৃবৃন্দ।

ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন এবং সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ক্লাবের তরুণ নেতৃবৃন্দের সমন্বয়ে একটি আহ্বায়ক কমিটিও গঠন করে দেয়া হয়।

সভায় ক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, কামরান আহমদ কামাল, সোলেমান খাঁন, মো. হাবিবুর রহমান (খছরু), লায়েক আহমদ, পারভেজ খান, এলাহী বকস এনাম, ফয়সল ইসলাম শাহরিন, মোহাম্মদ ইয়াসিন, মো. জাকারিয়া হোসেন, সাংবাদিক মিসবাহ উদ্দীন আহমদ, মনোয়ার বক্ত শাকিল, কাজী মো. মাজেদুর রহমান প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১২ ডিসেম্বর ২০১৯/প্রেবি/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন