Sylhet View 24 PRINT

মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিলো সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-১২ ২১:৫৪:৩৯

সিলেটভিউ ডেস্ক :: পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, ব্যবসা-বাণিজ্যের উন্নয়নের পাশাপাশি শিক্ষার বিকাশে সিলেট চেম্বার অব কমার্সের বৃত্তি প্রদান কর্মসূচি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। আমাদের যার যার অবস্থান থেকে শিক্ষার বিকাশে কাজ করে যেতে হবে। সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকাল ৫টায় সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মিলনায়তন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এম এ মান্নান আরো বলেন বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে দেশের শিক্ষার্থীদের প্রযুক্তিগত শিক্ষার দিকে নিয়ে যাওয়া। সেই লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে অনেকগুলো প্রযুক্তিগত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পল্লী উন্নয়নে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করছেন। দেশের প্রত্যন্ত অঞ্চলেও আজ আধুনিক শিক্ষা ব্যবস্থা পৌঁছে গেছে।

চেম্বারের সভাপতি আবু তাহের মোঃ শোয়েবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাস্টম্স এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট সিলেট এর কমিশনার গোলাম মোহাম্মদ মুনীর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাছির উল্লাহ্ খান, সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা, সহ সভাপতি তাহমিন আহমদ ও বৃত্তি সাব কমিটির আহবায়ক মোঃ সাহিদুর রহমান।

অনুষ্ঠানে সিলেট জেলার ১৩টি উপজেলার ৪৮ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/১২ ডিসেম্বর ২০১৯/মোজাম্মেল/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.