আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

পাটকল শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে সিলেট প্রতীকী অনশন কর্মসূচি পালন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-১৩ ২০:৫৭:২১

সিলেট :: সারাদেশে পাটকল শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ এগারো দফা দাবিতে অনশনরত পাটকলশ্রমিক আব্দুস ছাত্তার মৃত্যুর ঘটনার প্রতিবাদে ও তাদের দাবির প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের উদ্যোগে প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার বেলা ২টায় চৌহাট্টা পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের প্রতীকী এ অনশন কর্মসূচিতে উপস্থিত থেকে সংহতি জানিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটির সাধারণ সাধারণ সম্পাদক কমরেড আনোয়ার হোসেন সুমন, বাসদ সিলেট জেলার সদস্য প্রণব জ্যোতি পাল, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি মানবেন্দ্র দেব, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সিলেট জেলা সংসদের সভাপতি এনায়েত হাসান মানিক, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য তুহিন কান্তি ধর,বাংলাদেশ যুব ইউনিয়ন সিলেট জেলা নেতা এস.কে শাকিল, উদীচীর সন্দীপ দেব, বাংলাদেশ যুব ইউনিয়ন হবিগঞ্জ জেলা সংসদের সভাপতি আব্দুল হাকিম, ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সাবেক সভাপতি মতিউর রহমান, সিলেট জেলা সংসদের সাবেক সভাপতি সপ্তর্ষী দাস, এমসি কলেজ সংসদের সাবেক সভাপতি বিশ্বপা ভট্টাচার্য মৌ, সিলেট জেলা সংসদের সভাপতি সরোজ কান্তি, জেলা সংসদের সাধারণ সম্পাদক নাবিল এইচ, সিলেট মহানগর সংসদের সভাপতি হাসান বক্ত চৌধুরী কাওছার, মহানগর সংসদের সাধারণ সম্পাদক বিশাল দেব, এমসি কলেজ সংসদের সভাপতি পংকজ চক্রবর্তী জয়, মদন মোহন কলেজ সংসদের সভাপতি অনির্বান রায়, লাক্কাতুরা আঞ্চলিক কমিটির সভাপতি স্বর্ণা গোয়ালা, ছাত্রনেতা মৌহাইমিনুল ইসলাম মাহিন, নাহিদ হাসান প্রান্তিক প্রমুখ।  
এ কর্মসূচিতে বক্তারা বলেন, সরকার দেশে আজ উন্নয়ন জোয়ারের কথা বললেও শ্রমিকের ন্যায্য মজুরি তথা বিগত কয়েক মাসের বকেয়া বেতন ভাতা না দেওয়ায় পাটকল শ্রমিকেরা রাস্তায় নেমে অনশন কর্মসূচি পালন করতে বাধ্য হচ্ছে। এই অনশন কর্মসূচি পালন করতে যেয়ে খুলনার খালিশপুরে পাটকল শ্রমিক আব্দুস ছাত্তার মৃত্যুর মুখে ঢলে পড়েন। এতেও সরকারে কোনো টনক নড়ছে না। দেশে অবাধ লুটপাট ও দুর্নীতির মাধ্যমে যখন লুটপাটকারীরা জনগণের পকেট কেটে নিয়ে যাচ্ছে, তখন দেশের শ্রমিকেরা তাদের ন্যায্য বকেয়া মজুরি পাচ্ছে না। খালিশপুরে অনশনরত আব্দুস ছাত্তারের মৃত্যু শুধুই মৃত্যু নয়, এটি রাষ্ট্রীয় খুনেরই নামান্তর বলে বক্তারা উল্লেখ করেন। আন্দোলনরত পাটকল শ্রমিকদের দাবির সাথে সংহতি জানিয়ে বক্তারা অবিলম্বে শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ তাদের ন্যায্য এগারো দফা দাবি মেনে নেওয়ার জন্য জোর দাবি জানান।

পরিশেষে স্থানীয় শ্রমিক নেতা অভিমুণ্য রায় পানি পান করিয়ে অনশনরতদের অনশন ভাঙানোর মধ্য দিয়ে তিন ঘন্টাব্যাপী প্রতীকী অনশন কর্মসূচির সমাপ্তি হয়।

সিলেটভিঊ২৪ডটকম/১৩ ডসিম্বের ২০১৯/প্রেবি/জুনেদ

শেয়ার করুন

আপনার মতামত দিন