আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে নেপালি প্রিমিয়ার লিগের পুরস্কার বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-১৩ ২২:৩৯:২৫

সিলেট :: সিলেটে বসবাসরত নেপালি বংশোদ্ভূতদের উদ্যোগে নেপালি প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট-(এনপিএল) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে টিলাগড়কে হারিয়ে শিবগঞ্জ চ্যাম্পিয়ন হয়।

এমসি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ শেষে অনুষ্ঠানের মাধ্যমে এনপিএল-সিজন ৫ চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের ২০ নং ওয়ার্ডে কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর আজাদুর রহমান আজাদ বলেন, সিলেটে অনেক নেপালি নাগরিক নিরাপদে বসবাস করে আসছেন। তারা গত কয়েক বছর ধরে আনন্দ বিনোদনের জন্য নেপালি প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের এর আয়োজন করে আসছেন যা প্রশংসনীয়। আগামীতে এই উদ্যোগ অব্যাহত রাখতে তিনি সব ধরণের সহযোগিতা করার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক শুভ প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ফয়ছল আহমদ মুন্না, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মঙ্গল বাহাদুর, পূর্ণ বাহাদুর, দিপু বাহাদুর ও রতœা উপাধ্যায় প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১৩ ডিসেম্বর ২০১৯/প্রেবি/পিডি

শেয়ার করুন

আপনার মতামত দিন