আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

জকিগঞ্জে ‘ফয়ছল চৌধুরী কল্যাণ ট্রাস্ট’র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-১৪ ১৬:১৮:২৮

সিলেট :: শাহ্ মোহাম্মদ ফয়ছল চৌধুরী কল্যাণ ট্রাস্ট এর মাধ্যমিক স্তরের বৃত্তি পরীক্ষা শুক্রবার সকাল সাড়ে ৯ টায় জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের মৌলভী ছাইর উচ্চ বিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

ট্রাস্টের সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক ডা. সাদিক আহমদ তাপাদার জানান, মাধ্যমিক স্তরের এ বৃত্তি পরীক্ষায় বারহাল ইউনিয়নের ৭টি মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার ২শত শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন ১নং বারহাল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, জকিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি এখলাছুর রহমান, সমাজসেবী ফয়জুল ইসলাম চৌধুরী, মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাব্বির আহমদ, শাহবাগ হাই স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল সুয়াইবুর রহমান, শাহবাগ হাই স্কুল এন্ড কলেজের দাতা সদস্য আব্দুল্লাহ চৌধুরী বেনা, তৈমুন্নেসা কিন্ডারগার্টেন প্রধান শিক্ষক আশফাক আহমদ চৌধুরী, নিদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল ইসলাম, বারহাল হাঠুবিল গাউছিয়া মাদ্রাসার সহ সুপার মাওলানা আং কাদির, শাহবাগ জামেয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা খলিল আহমদ, ট্রাস্টের নির্বাহী সদস্য এম এ রউফ, জাছিম আহমদ, আসাদ আহমদ, সৈয়দ হাসান আহমদ প্রমুখ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক ইউপি সদস্য ছালিকুর রহমান, ইশতিয়াক আজিম চৌধুরী জনি, রিমন আহমদ চৌধুরী, জাকিরুল ইসলাম, আব্দুল্লাহ আল রাজু, কাজী জাহিদুর রহমান, তানভীর আহমদ প্রমুখ।

উল্লেখ্য যে, বারহাল ইউনিয়নের শাহবাগ মহিদপুর গ্রামের লন্ডন প্রবাসী শাহ্ মোঃ ফয়ছল চৌধুরী ২০১৪ সালে ‘শাহ্ মোঃ ফয়ছল চৌধুরী কল্যাণ ট্রাস্ট’ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে প্রাথমিক বিদ্যালয়, ইবতেদায়ী মাদ্রাসা ও ক্বওমি মাদ্রাসায় ধারাবাহিক ভাবে পাঁচ বছর থেকে বৃত্তি প্রদান করে আসছে।

সিলেটভিউ২৪ডটকম/১৪ ডিসেম্বর ২০১৯/প্রেবি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন