আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

কৃষি বিশ্ববিদ্যালয়ে এবার ১৮৬টি আসন ফাঁকা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-১৪ ১৭:২০:৫৯

নিজস্ব প্রতিবেদক ::  সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থান প্রাপ্তদের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। মেধা তালিকায় ভর্তি শেষে ৬ ইউনিটে ১৮৬টি আসন ফাঁকা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অপেক্ষমাণ তালিকা হতে এসব ফাঁকা আসনে ভর্তি হতে পারবেন শিক্ষার্থী। 

গত ১০ ও ১১ ডিসেম্বর ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থান প্রাপ্তদের ভর্তি প্রক্রিয়া চলে। এই ভর্তি কার্যক্রমের মেধা তালিকা হতে ৪৩১ আসনের মধ্যে ২৪৬ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। ভেটেরিনারি ও বায়োমেডিকেল সায়েন্স অনুষদে ৬৬ জন, কৃষি অনুষদে ৪৫, মৎস্যবিজ্ঞান অনুষদে ৪২ জন, কৃষি অর্থনীতি ও ব্যবসায়িক অনুষদে ৩৬ জন, কৃষি প্রকৌশলে ও কারিগরি অনুষদে ২৫ জন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদে ৩৫ জন ভর্তি হয়েছেন বলে জানা গেছে। অপেক্ষমাণ তালিকা হতে আগামী ১৭ ও ২৩ ডিসেম্বর ভর্তি করানো হবে। 

সিলেটভিউ২৪ডটকম/১৪ ডিসেম্বর ২০১৯/ জুনেদ

শেয়ার করুন

আপনার মতামত দিন