আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

পাটকল শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে শাবিতে মানববন্ধন ও মৌন মিছিল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-১৪ ২০:২০:৩৮

শাবি প্রতিনিধি :: খুলনায় পাটকল শ্রমিকের মৃত্যুর প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও মৌন মিছিল করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি মৌন মিছিল বের করেন। পরে এক সমাবেশে মিলিত হয় তারা।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান বিশ্বের পরিবেশ আন্দোলন ও  দূষণমুক্ত পৃথিবী গড়তে পাটের গুরুত্ব অনেক। তবে আমাদের দেশের সম্ভাবনাময় পাট শিল্প অবহেলা ও দুর্নীতির কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। এই সময় পাট শিল্প রক্ষা করার উদ্যোগ না নিলে একদিন তা বিলীন হয়ে যাবে।

এসময় তারা পাঠকল শ্রমিকের বকেয়া বেতন, ১১ দফা দাবি নেয়া ও মৃত শ্রমিকের দায়ভার নেয়ার আহবান জানান।

সিলেটভিউ২৪ডটকম/১৪ ডিসেম্বর ২০১৯/আব্দুল্লাহ/ জুনেদ

শেয়ার করুন

আপনার মতামত দিন