আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইং

বালাগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-১৫ ১০:১১:২৭

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি :: বালাগঞ্জে নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।  শনিবার (১৪ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে অনুষ্ঠিত কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা ও উপজেলার আদিত্যপুর গণকবরে পুষ্পস্তবক অপর্ণ।

সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সদরের আদিত্যপুর গণকবরে পুষ্পস্তবক অপর্ণ করা হয়। এ ছাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিব। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাস, বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম, আপ্তাব আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ মতিন, মো. জুনেদ মিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নির্মল চন্দ্র বণিক, বালাগঞ্জ ডিএন সরকারি উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, তয়রুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম আখন্দ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত দাস ভুলন, সহ-সভাপতি হুসাইন আহমদ প্রমুখ।

আদিত্যপুর গণকবরে উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিবের নেতৃত্বে পুষ্পস্তবক অপর্ণ শেষে শহীদদের স্মরণে এক মিনিট নিবরতা পালন করা হয়। পুষ্পস্তবক অপর্ণকালে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/১৫ ডিসেম্বর ২০১৯/জেআরজে/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন