আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

বহিরাগতদের উৎপাতে অতিষ্ঠ ফেঞ্চুগঞ্জ কলেজের শিক্ষার্থীরা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-১৫ ১১:১০:৫৯

ফরিদ উদ্দিন, ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :: বহিরাগতদের উৎপাতে অতিষ্ঠ সিলেটের ফেঞ্চুগঞ্জ সরকারী কলেজের সাধারণ শিক্ষার্থীরা। ফেঞ্চুগঞ্জ উপজেলার নামধারী কিছু ছাত্রলীগের নেতারা শোডাউনের নামে সাধারণ শিক্ষার্থীদের শিক্ষা-কার্যক্রম এবং চলাফেরায় ব্যাঘাত ঘটাচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়।

খোঁজ নিয়ে জানা যায়, যেদিন ফেঞ্চুগঞ্জ কলেজে শিক্ষা-কার্যক্রম অব্যাহত থাকে, তখন বেলা ১১ টা থেকে ১ টা পর্যন্ত বহিরাগতদের আনাগোনা বাড়ে ফেঞ্চুগঞ্জ সরকারী কলেজ ক্যাম্পাসে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের জড়ো হবার জায়গায় বহিরাগতরা আড্ডা মারতে থাকেন। এ সময় অনেকে সাধারণ ছাত্রীকে উত্যক্ত করার\'ও অভিযোগ উঠে এসেছে বিভিন্ন সময়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সাধারণ ছাত্রী জানান,বাহির থেকে আসা রাজনৈতিক দলের বিভিন্ন নেতাদের বেপরোয়া চলাফেরায় আমরা শান্তিমত চলাফেরা করতে পারিনা। বিজ্ঞান ভবনের কিনারায় অনেকে গিয়ে সাধারণ ছাত্রীদের উত্যক্ত করেন প্রায়শ\'ই।

পলাশ নামক একজন শিক্ষার্থী জানান, বাহিরের অনেক লোকজন ক্যাম্পাসে অযথা ঘুরাফেরা করেন। তাদেরকে কিছু বলতে গেলেই তারা ছাত্রলীগ পরিচয় দিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পরেন। যা খুবই মানহানিকর ব্যাপার।

এ ব্যাপারে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ নুরুজ্জামান জানান, এ ব্যাপারে অনুসন্ধান করে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

বিভিন্ন সময়ে ক্লাসরুমে প্রবেশ করে শিক্ষা কার্যক্রম ব্যাঘাত ঘটানোর ও অভিযোগ করেন সাধারণ শিক্ষার্থীরা।


সিলেটভিউ২৪ডটকম/১৫ ডিসেম্বর ২০১৯/এফইউ/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন