আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

জানালা এবং লিডিং ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের শীতবস্ত্র বিতরন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-১৫ ১৪:৩৪:২৪

সিলেট :: বাংলাদেশের শীতপ্রবন এলাকাগুলোর মধ্যে কমলগঞ্জ, মৌলভীবাজার অন্যতম। শীত আসলেই যেখানে গরীব অসহায় মানুষদের হাহাকার শুরু হয় সামান্য একটু উষ্ণতার খোঁজে।

তাই কমলগঞ্জ এলাকার মুন্সীবাজারের কালিপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে টিম জানালা এবং লিডিং ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের যৌথ উদ্যোগে রবিবার অসহায় প্রায় ২২৫ জন শীতার্তদের মধ্যে শীতের কম্বল বিতরণ করা হয়েছে।

জানালা'র সভাপতি ইফতি সিদ্দিকী ও লিডিং ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের সভাপতি হাসান আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি এই দুই সংগঠনকে এরকম উদ্যোগ গ্রহনের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরো এরকম কার্যক্রম চালিয়ে রাখার জন্য আহ্বান জানান।

উল্লেখ্য, টিম জানালা তাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে প্রতি বছর শীতার্তদের মধ্যে এরকম শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করে থাকে।

সিলেটভিউ২৪ডটকম/১৫ ডিসেম্বর ২০১৯/প্রেবি/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন