আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

সুনামগঞ্জ বাণিজ্য মেলার প্রবেশ টিকেটের নামে লটারির ব্যবসা!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-১৬ ০০:৩২:১৪

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে সুনামগঞ্জের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে গত ১২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে বাণিজ্য মেলা। বাণিজ্য মেলার বাস্তবায়ন করছে বাংলাদেশ বেনারশী মুসলিম জামদানী সোসাইটি।

মেলার শুরুতেই নির্ধারিত প্রবেশ টিকিট নিয়ে দর্শনার্থীদের মধ্যে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। প্রতিবার প্রবেশ টিকিটের মূল্য ১০ টাকা হলেও এবারের মেলায় টিকিট বিক্রি হচ্ছে ২০ টাকায়। জানা যায়, প্রবেশ টিকিটের অতিরিক্ত ১০ টাকার উপরে প্রতি সপ্তাহে ড্র অনুষ্ঠিত হবে। যার মধ্যে ভাগ্য পরীক্ষা হবে সপ্তাহের মধ্যে প্রবেশকৃত দর্শনার্থীদের। প্রবেশ টিকিট নিয়ে কর্তৃপক্ষের এমন কার্যক্রমে প্রবেশ টিকিটের আড়ালে লটারির ব্যবসা বলেছেন সাধারণ দর্শনার্থীরা।
 
এদিকে মেলার প্রবেশ টিকিট অন্যান্য সময়ের চেয়ে বেশি হওয়ায় স্বপরিবারের মেলায় প্রবেশের সময় অনেক টাকা ব্যয় করতে হচ্ছে আগাত দর্শনার্থীদের। প্রবেশ টিকিটের মূল্য বেশি হওয়ায় মেলায় প্রবেশ করতে পারছেন না নিম্ন আয়ের মানুষ। তাই প্রবেশ টিকেট নিয়ন্ত্রিত রাখাতে সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন সাধারণ দর্শনার্থীরা।

ফাতেমা জাহান নামে বাণিজ্য মেলায় আসা এক দর্শনার্থী বলেন, আমি দুই মেয়ে, এক ছেলে ও কাজের বুয়াকে নিয়ে মেলায় আসছি। ১০০ টাকা দিয়ে ৫টি টিকেট নিয়ে মেলায় প্রবেশ করেছি।

প্রবেশ টিকেটের দাম বেশি কেনও এমন প্রশ্ন করলে কাউন্টারের লোক জানায় এর থেকে সপ্তাহে একটি ড্র অনুষ্ঠিত হবে। লটারীতে ভালো ভালো পুরস্কার থাকবে।

প্রবেশ টিকেট মূল্য বেশি হওয়ায় প্রতিক্রিয়া ব্যক্তয় করেছেন শাহজাহান নামে এক শিক্ষার্থী। টিকেট মূল্য ১০ টাকা রাখার দাবি তাঁর।

এ ব্যাপারে মেলা বাস্তবায়নে দায়িত্বে থাকা বাংলাদেশ বেনারশী মুসলিম জামদানী সোসাইটির সভাপতি মইন খান বাবলু বলেন, মেলা এখনও পুরোদমে শুরু হয়নি। ধীরে ধীরে দর্শনার্থীর সংখ্যা বাড়বে। প্রবেশ টিকেট মূল্য ২০ টাকা চেম্বার অব কর্মাস নেতৃবৃন্দের সাথে কথা বলে নির্ধারণ করা হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/ ১৬ ডিসেম্বর ২০১৯/এসএনএ/পিডি

শেয়ার করুন

আপনার মতামত দিন