আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

৩১ তোপধ্বনিতে বিশ্বনাথে বিজয় দিবস পালনের শুভ সূচনা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-১৬ ১১:৫৪:৩৪

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ :: সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে সিলেটের বিশ্বনাথে মহান বিজয় দিবস শুভ সূচনা হয়েছে। তোপধ্বনির পর ৭১’র শহীদদের স্মরণে উপজেলাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।

বিশ্বনাথ উপজেলা প্রশাসনের পর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ, থানা প্রশাসন, বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১’র বিশ্বনাথ জোনাল অফিস। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

বিজয় দিবসের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল, সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ওয়াহিদ আলী, থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা, উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী, স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসা, দন্ত চিকিৎসক আরাফাত মাসুদ, ভারপ্রাপ্ত প্রকৌশলী হারুনুর রশীদ ভূঁইয়া, শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, সমাজসেবা কর্মকর্তা আবদুল্লাহ-আল জুবায়ের, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সঞ্জিত চন্দ্র সরকার, ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা আমির হোসেন, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১’র বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম সামিউল কবীর, এজিএম নাজমুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য নূর উদ্দিন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, কোষাধ্যক্ষ পাবেল সামাদ, সদস্য মাসুক নাঈম, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম সফিক প্রমুখ।  

সিলেটভিউ২৪ডটকম/১৬ ডিসেম্বর ২০১৯/পিবিঅ/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন