আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

লন্ডন-সিলেট ফ্রেন্ডশীপ অর্গানাইজেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-১৩ ২২:১৬:০৩

সিলেট :: সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, মানবতার কল্যাণে সমাজের হতদরিদ্রের পাশে যারা থাকে তারা সমাজ উন্নয়নের অংশীদার। আর্তমানবতার সেবায় সমাজের বিত্তশালীদের এগিয়ে আসলে সমাজের অসহায় দরিদ্রের মুখে হাসি ফুটবে। গরিব অসহায়দের সেবায় দীর্ঘদিন থেকে লন্ডন-সিলেট ফ্রেন্ডশীপ অর্গ্যানাইজেশন প্রশংসনীয় ভূমিকা পালন করছে।  তাদের এই মহতি কর্মকান্ডে অব্যাহত থাকলে সমাজের অন্যান্য বিত্তশালীরাও উৎসাহিত হবে।

তিনি সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে দক্ষিণ সুরমার বরইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লন্ডন-সিলেট ফ্রেন্ডশীপ অর্গানাইজেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

লন্ডন-সিলেট ফ্রেন্ডশীপ অর্গানাইজেশনের জেনারেল সেক্রেটারি কামাল হাসান জুয়েলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোল্লারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি শেখ মোঃ মকন মিয়া, সিসিক প্যানেল মেয়র অ্যাডভোকেট রোকশানা বেগম শাহনাজ কাউন্সিলর, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও আব্দুল আহাদ খান জামাল, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, আপ্যায়ণ বিষয়ক সম্পাদক আফজল উদ্দিন, স্বাস্থ বিষয়ক সম্পাদক ডাঃ এম এ হক, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের কোচ শিব্বির আহমদ।

অ্যাডভোকেট খালেদ জুবায়েরের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ২৫নং ওয়ার্ড  বিএনপির সভাপতি মোতাহির আলী মাখন, বিশিষ্ট মুরব্বী লিলু মিয়া, ফখরুল ইসলাম, এম এ কাদির ফটিক, হারুন মিয়া, মহানগর বিএনপি নেতা উজ্জল রঞ্জন চন্দ্র, সিলেট জেলা যুবদল নেতা বখতিয়ার আহমদ ইমরান, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক বাবর আহমদ রনি, মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল  হাসিব, জেলা ছাত্রদল নেতা তাজুল ইসলাম সাজু, স্বেচ্ছাসেবক দল নেতা হাসান মাহমুদ মাছুম, শাহরিয়ার কবীর শাহিন, বিএনপি নেতা জাবেদুল ইসলাম দিদার, মহানগর ছাত্রদল নেতা আজহার আলী অনিক, মুফতি খান, নাসির আহমদ, জাহেদ আহমদ  প্রমুখ।

লন্ডন-সিলেট ফ্রেন্ডশীপ অর্গানাইজেশনের অর্থায়নে ২‘শতাধিক অসহায় দরিদ্্েরর মধ্যে শীতবস্ত্র বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরবর্তীতে বিভিন্ন স্থানে অসহায়দের মধ্যে পর্যাক্রমে শীতবস্ত্র করা হবে।

সিলেটভিউ২৪ডটকম/১৩ জানুয়ারি ২০২০/প্রেবি/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন