Sylhet View 24 PRINT

এসএমপির ৬ ওসিকে যে নির্দেশনা দিলেন পুলিশ কমিশনার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-১৪ ০৯:২১:৩৬

জ্যেষ্ঠ প্রতিবেদক :: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অধীনে রয়েছে ছয়টি থানায়। এসব থানার ওসিদের (ভারপ্রাপ্ত কর্মকর্তা) কয়েকটি নির্দেশনা প্রদান করেছেন এসএমপি কমিশনার গোলাম কিবরিয়া।

সোমবার (১৩ জানুয়ারি) মাসিক অপরাধ সভায় এসব নির্দেশনা দেন তিনি। এসএমপির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সভায় এসএমপির ছয়টি থানার ওসিগণ তাদের থানা এলকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরেন। এসএমপি কমিশনার সর্বোচ্চ পুলিশি সেবা নিশ্চিত করতে এবং কাউকে হয়রানি না করতে ওসিদের নির্দেশ দেন। এছাড়া তদন্তাধীন মামলাসমূহ দ্রুত নিষ্পত্তি করতেও নির্দেশ দেন তিনি।

নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধ করতে টহল বৃদ্ধি, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখা এবং যানজট নিরসনে ট্রাফিকের সর্বদা তৎপরতায় জোর দেন কমিশনার। জাতীয় সেবা নম্বর ৯৯৯ এ সেবা জোরদার এবং ভাড়াটিয়া তথ্য সংগ্রহ অব্যাহত রাখতেও নির্দেশনা প্রদান করেন গোলাম কিবরিয়া।

এদিকে, একইদিন এসএমপির মাসিক কল্যাণ সভাও অনুষ্ঠিত হয়। পুলিশ লাইন্সে কল্যাণ সভায় পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া ‘মুজিববর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার’ এই মূলমন্ত্রে জনসেবায় নিজেকে আত্মনিয়োগ করতে প্রত্যেক পুলিশ সদস্যকে আহবান জানান।

সিলেটভিউ২৪ডটকম/১৪ জানুয়ারি ২০২০/আরআই-কে/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.