আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

জনদুর্ভোগ সৃষ্টি করে গণবিজ্ঞপ্তি দিল সিসিক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-১৪ ১৪:৩৩:৩২

নিজস্ব প্রতিবেদক :: কোন ঘোষণা বা নোটিশ ছাড়াই সিলেট নগরীর ব্যস্ততম এলাকা বারুতখানা ও নাইওরপুলে কালভার্ট প্রসস্থ করার কাজ শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন।

এই কাজ করার জন্য গত শনিবার রাতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে কালভার্ট দুটি ভেঙে দেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। এতে চরম দুর্ভোগে পড়েন গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে যাতায়াতকারী নাগরিকরা ও এসব এলাকার ব্যবসায়ীরা। গত কয়েকদিন ধরে এই দুর্ভোগ পোহাচ্ছেন তারা।

এদিকে, রাস্তা বন্ধ হওয়ার তিনদিন পর আজ (মঙ্গলবার) দুঃখ প্রকাশ করে গণবিজ্ঞপ্তি দিয়েছে সিলেট সিটি কর্পোরেশন।

বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয় কালভার্টগুলো ভেঙে প্রসস্থ করার জন্য আজ থেকে জিন্দাবাজার পয়েন্ট থেকে বারুতখানা পয়েন্ট এবং অনুরাগ হোটেলের সামনে থেকে নাইওরপুল পয়েন্ট পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে। যানবাহন চালকদের বিকল্প রাস্তা ব্যবহার করারও অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।

সিলেটভিউ২৪ডটকম/১৪ জানুয়ারি ২০২০/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন