আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইং

জাতীয় কর্মসূচীর ৬দিন পর সিকৃবিতে মুজিববর্ষের ক্ষণ গণনা শুরু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-১৭ ১২:৩৮:২৮

সিলেটভিউ ডেস্ক :: আগামী ১৭ মার্চ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মের শতবর্ষ পূর্ণ হবে। মুজিববর্ষ ও জাতীর পিতার জন্মদিনকে সামনে রেখে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে মুজিব জন্মশতবার্ষিকী ক্ষণ গননা।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫ টায় উপাচার্য প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতির পিতার ম্যুরালে স্থাপিত ক্ষণ গণনার ঘড়ি উদ্বোধন করেন।

সারাদেশে গত ১০ জানুয়ারি মুজিববর্ষের ক্ষণ গণনা শুরু হলেও এর ৬দিন পর ক্যাম্পাসে ক্ষণ গণনা শুরু করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়।

এরআগে গত ১০ জানুয়ারি জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তনের দিনে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা দিয়েও বিতর্কের মুখে পরেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে ছাত্রলীগ ও কর্মচারী সংসদের আন্দোলনের মুখে পরীক্ষা স্থগিত করা হয়।

এ ব্যাপারে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েবের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

ক্ষণ গণনা শুরুর কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিকৃবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মিটু চৌধুরী , বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. সোহেল মিঞা, সিকৃবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ নূর হোসেন মিয়া, গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. মোঃ মাহফুজুর রহমানসহ অন্যান্য শিক্ষক মণ্ডলী, প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ, সিকৃবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ ও অন্যান্য শিক্ষার্থী বৃন্দ।

সিলেটভিউ২৪ডটকম/১৭ জানুয়ারি ২০২০/শাদিআচৌ/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন