আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

অমল সেন ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক: কমরেড সিকান্দার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-১৭ ১৯:২৭:৩৫

সিলেট :: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় সদস্য ও সিলেট জেলার সভাপতি কমরেড সিকান্দার আলী বলেছেন, অমল সেন ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তাঁর মাধ্যমে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠা লাভ হয়। তিনি ছিলেন তেভাগা আন্দোলনের অন্যতম নেতা, উপমহাদেশের কমিউনিস্ট নেতা যা আজীবন বিপ্লবী হিসেবে কৃতিত্ব অর্জন করেছেন।

তিনি ছিলেন মার্কসবাদ, লেনিন বাদের আদর্শে বিশ্বাসী। যার মাধ্যমে এদেশের বাম আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। মুক্তিযুদ্ধের সময়ও তার নেতৃত্ব সকল বাম নেতৃবৃন্দদেরকে ঐক্যবদ্ধ করে বঙ্গবন্ধুর সাথে কাজ করেছেন। মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর খুব কাছের মানুষ ছিলেন কমরেড অমল সেন। তাই কমরেড অমল সেনের আদর্শকে ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ‘জনগণের বিকল্প শক্তি গড়ে তোলার’ আহবান জানান তিনি। 

তিনি শুক্রবার বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য আসর কক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির উদ্যোগে কেন্দ্রীয় সাবেক সভাপতি কমরেড অমল সেনের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। 

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক ইন্দ্রানী সেন শম্পার উপস্থাপনায় বক্তব্য রাখেন, গণতন্ত্রী পার্টি সিলেট জেলার সভাপতি আরিফ মিয়া, পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য দিনবন্ধু পাল, জাতীয় শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মুহিতোষ চৌধুরী প্রসাদ, পার্টির জেলা সদস্য আব্দুল­াহ খোকন, শামীম মজুমদার, আলমগীর হোসেন, মুহিত খান, পার্টির দক্ষিণ সুরমা সভাপতি আলমগীর হোসেন রুমেল, ছাত্রমৈত্রী সিলেট জেলার সভাপতি স্বপন দাস, সাধারণ সম্পাদক মাসুদ রানা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব খান, স্কুল বিষয়ক সম্পাদক নুরুল আহমদ, সদস্য হাসান আহমদ, তুহিন আহমদ, জাহাঙ্গীর আলম প্রমুখ।

সিলেটভিউ২৪.কম/ ১৭ জানুয়ারি ২০২০/জুআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন