Sylhet View 24 PRINT

নৃ-তাত্বিক জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-১৭ ২০:০৪:২২

সিলেট :: সদর উপজেলা লাক্কাতুরা চা-বাগানের পূজা মন্দির প্রাঙ্গনে ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠী গরীব পরিবারের মাঝে ৪’শ কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার বেলা ৩টায় সিলেট জেলা প্রশাসকের পক্ষ থেকে লাক্কাতুরা ও মালনীছড়া চা-বাগানের ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠী গরীব পরিবারের মাঝে সিলেট জেলা প্রশাসকের সহধর্মিনী তাসনীম আহমদ উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন।

ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন সভাপতি দানেস সাংমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৃষ্ণা উরাং এর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ, সিলেট ভেলী চা-বাগানের শ্রমিক সভাপতি রাজু গোয়ালা, মালনীছড়া চা-বাগানের পঞ্চায়েত সভাপতি জিতেন সবর, লাক্কাতুরা চা-বাগানের পঞ্চায়েত সভাপতি সিতু লোহার, ওয়ার্ড মেম্বার জুতে নেপালি, কাশেম।

সিলেটভিউ২৪.কম/ ১৭ জানুয়ারি ২০২০/প্রেবি/জুনেদ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.