আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

রোটারী ক্লাব অব সিলেট সুরমার শীতবস্ত্র বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-১৭ ২১:৫৪:৫১

সিলেটভিউ ডেস্ক :: রোটারিয়ানরা হচ্ছে আর্তমানবতার প্রকৃত বন্ধু। তারা নিঃস্বার্থভাবে সমাজের অবহেলিত বঞ্চিত জনগোষ্টীর কল্যানে কাজ করে থাকেন। শীতের তীব্রতায় জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। এই শীতে সামর্থবানদের জীবন যাত্রা স্বাভাবিক হলেও অসহায় মানুষের জীবন স্থবির হয়ে পড়েছে। অসহায় শীতার্থ মানুষের কল্যানে সামর্থবান ব্যক্তি ও সংগঠনের এগিয়ে আসা উচিত। রোটারিয়নরা অতীতের ন্যায় এই শীতেও সাধ্যমত শীতার্থ মানুষের পাশে দাড়িঁয়েছে।

গতকাল রোটারী ক্লাব অব সিলেট সুরমার উদ্যোগে শহরতলীর খাদিমপাড়ায় অসহায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে বক্তারা উপরোক্ত কথা বলেন। ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান হাফিজ গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোটারী ডিষ্ট্রিক্ট-৩২৮২ এর সহকারী গভর্ণর রোটারিয়ান পিপি শাহেদ আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, রোটারিয়ান আইপিপি শামসুল ইসলাম, রোটারিয়ান মো: নাছির উদ্দিন, রোটারিয়ান পিপি খায়রুল জাফর চৌধুরী, রোটারিয়ান পিপি ইঞ্জিনিয়ার এ এইচ আর রাব্বানী জাহাঙ্গীর প্রমূখ।

বক্তারা আরো বলেন, রোটারী ক্লাব অব সিলেট সুরমার উদ্যোগে ইতোমধ্যে বিনামূল্যে খতনা কার্যক্রম, মাদ্রাসার উন্নয়নে অনুদান, গরীব শিক্ষার্থীদের লেখাপড়ার খরচ প্রদান, চোখের ছানি অপারেশন, ডেঙ্গু প্রতিরোধে প্রচারাভিযান, গরীব দুস্থ মহিলাদের জীবনমান উন্নয়নে সেলাই মেশিন বিতরণ সহ বিভিন্ন সমাজসেবামুলক কার্যক্রম পরিচালনা করে এসেছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে সমাজসেবা মুলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা ক্লাবের রয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/১৭ জানুয়ারি ২০২০/প্রেবি/জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন