আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

ফেঞ্চুগঞ্জের শরিফগঞ্জে ৮ম দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-১৮ ০০:৪০:৩৯

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :: ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বলেছেন, সুস্থ মন, সুস্থ দেহ গড়তে খেলাধুলার বিকল্প নেই, যুব সমাজকে লেখা পড়ার পাশাপাশি ক্রীড়াঙ্গনে মনোনিবেশ করতে হবে।

সিলেটের ফেঞ্চুগঞ্জ শরীফগঞ্জ যুব সমাজের উদ্যোগে ৮ম দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদবোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন তিনি।

শুক্রবার স্থানীয় ব্রাম্মনগাও স্কুল মাঠে আয়োজিত উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম রিন্টু।

ইশতিয়াক আহমদ মাহী ও রেজান আহমেদ শাহের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমিন, চিকিৎসক ডা. জাকির হোসেন, শ্রমিক নেতা আব্দুল মতিন, স্কুল কমিটির সভাপতি মাহফুজুর রহমান জাহাঙ্গীর, সাবেক ছাত্রনেতা আজিম উদ্দীন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খেলা পরিচালনা কমিটির সম্পাদক ফাহিম আহমদ শাহ, আতিকুর রহমান সুজন, জাহাঙ্গীর হোসেন, ফখরুল ইসলাম পাপলু প্রমুখ।

প্রতিযোগিতায় ৩২টি দলের অংশগ্রহণে উদ্বোধনী খেলায় ভাটেরা এস কে স্পোর্টিং ক্লাবকে হারিয়ে বিজয়ী হয় ফেঞ্চুগঞ্জ ইসলামপুর স্পোর্টিং ক্লাব।

সিলেটভিউ২৪ডটকম/১৮ জানুয়ারি ২০২০/এফইউ/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন