আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

গোয়াইনঘাটে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাচ্ছেন মোহাম্মদ ইব্রাহিমসহ ১০ জন!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-১৯ ১৪:৫৬:৩৪

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :: গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিমসহ আরো দশজন লোক বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছেন।

বীর মুক্তিযোদ্ধা স্বীকৃতির সুপারিশ কৃত তালিকায় গোয়াইনঘাটের যেসব ব্যাক্তির নাম রয়েছে তারা হলেন,দীপানন্দ চক্রবর্তী, মো. আব্দুল হালিম, আমির আলী, মো. আ. রহিম, এমএ রশীদ, মো. হাকিম আলী, শ্রী সিদাম দেবনাথ, মৃত চান মাহমুদ মিয়া, শহীদ আব্দুল গফুর।

জানাযায় দুই বছর ধরে কয়েক দফা যাচাই-বাছাই শেষে সারা দেশের এক হাজার ৩৭৯ জন মুক্তিযোদ্ধাকে নতুন করে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে যাচ্ছে সরকার। এরমধ্যে ঢাকা বিভাগে ৪৫১, চট্টগ্রামে ৩২৪, রাজশাহীতে ১৯৯, ময়মনসিংহে ৫৬, সিলেটে ১৭৯ ও রংপুর বিভাগে ১০৬ জন। এরা প্রকৃত মুক্তিযোদ্ধা হলেও এতদিন তাদের নাম গেজেটভুক্ত হয়নি। তাদের নামে ইস্যু করা হয়নি সনদ। ফলে তারা সরকারি কোনো সুযোগ-সুবিধা পাননি। উপজেলা পর্যায়ে যাচাই-বাছাই কমিটির সুপারিশের পর এবার তাদের নাম গেজেটভুক্তির সুপারিশ করেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)।

১০ ডিসেম্বর জামুকার ৬৬তম বৈঠকে এ সিদ্ধান্ত হয়। শিগগিরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এখন পর্যন্ত খুলনা ও বরিশাল বিভাগের তালিকা চূড়ান্ত হয়নি। এসংক্রান্ত কাজ শেষ হলেই দুই বিভাগের নাম প্রকাশ করা হবে।

জানা গেছে, মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির জন্য ২০১৪ সালের অক্টোবর পর্যন্ত অনলাইনে এক লাখ ২৩ হাজার ১৫৪ জন এবং সরাসরি ১০ হাজার ৯০০ জন আবেদন করেছিলেন জামুকায়। এর পরিপ্রেক্ষিতে ২০১৭ সালের জানুয়ারিতে সারা দেশের ৪৭০টি উপজেলা/জেলা/মহানগর কমিটি গঠন করে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই শুরু হয়। ৪৭০টি কমিটির মধ্যে ৩৮৫টি তাদের প্রতিবেদন জমা দিলেও, সদস্যদের দ্বন্দ্ব এবং আদালতে মামলা থাকায় ৮৫টি কমিটি কাজ করতে পারেনি। উপজেলা কমিটির সুপারিশের ভিত্তিতে ফের জামুকায় অধিকতর যাচাই-বাছাই করতে প্রতি বিভাগে উপকমিটি করা হয়। এ উপকমিটির সুপারিশের আলোকে প্রথম দফায় এক হাজার ৩৭৯ জনকে গেজেটভুক্ত করার সুপারিশ করেছে জামুকা। অবশ্য সুপারিশপ্রাপ্তদের অনেকে ইতিমধ্যে মারা গেছেন। তবে মন্ত্রণালয় বলছে, স্বীকৃতিপ্রাপ্ত ব্যক্তির অবর্তমানে তাদের পরিবারের সদস্যরাও মুক্তিযোদ্ধা ভাতাসহ সব সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। তথ্য সূত্র দৈনিক যুগান্তর।

সিলেটভিউ২৪ডটকম/১৯ জানুয়ারি ২০২০/মতিন/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন