আজ মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ইং

এতিমদের নিয়ে সুহৃদ সমাবেশের পিঠা উৎসব

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-১৯ ২১:৫৭:১৬

সিলেট :: সিলেট ছোটমণি নিবাসের এতিম সোনামণিদের সাথে নিয়ে পিঠা উৎসব করেছে সমকাল সুহৃদ সমাবেশ সিলেটের সুহৃদরা।

রোববার (১৯ জানুয়ারি) বিকেল ৪ টায় নগরীর বাগবাড়ি ছোটমণি নিবাসে সমকাল সুহৃদ সমাবেশ সিলেট ও অ.এস ফুডের যৌথ সহযোগিতায় এই উৎসব অনুষ্ঠিত হয়।

পিঠা উৎসব অনুষ্ঠানে সমকাল সুহৃদ সমাবেশ সিলেটের সভাপতি সুব্রত বসু বলেন, সুবিধাবঞ্চিতদের জন্য কাজ করতে সুহৃদ সমাবেশ প্রতিশ্রুতিবদ্ধ! আমরা বিগত দিনেও তাদের সাথে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। আমরা চাই সমাজের সকল স্থরের মানুষের মতো এই এতিম সোনামণিরাও সব ধরনের সুযোগ সুবিধা নিয়ে বড় হোক৷ চলতি বছর আমরা ৪০ জন এতিম শিশুকে নিয়ে পিঠা উৎসব করেছি৷ ভবিষ্যতে আরও বেশি পরিমাণ সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের  নিয়ে পিঠা উৎসব করার চেষ্টা করবো।

সুহৃদ সমাবেশ সিলেটের সাংগঠনিক সম্পাদক সজীব চৌধুরী বলেন, সমকাল সুহৃদ সমাবেশ সিলেটের সাথে এইরকম কাজে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। এতিমদের মুখে পিঠা তুলে দিতে পারাটা আমাদের বড় সার্থকতা। ভবিষ্যতে অ.এস ফুড সুহৃদ সমাবেশের সাথে এরকম মানবিক কাজে কাজ করবে।

পিঠা উৎসবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমকাল সুহৃদ সমাবেশ  সিলেটের সহসভাপতি সুজিত দাশ, সুহৃদ তারেক রহমান মঞ্জু, দীপংকর লাঙ্গলজাম, তমালিকা দত্ত এবং হাদিকা-তুল-জান্নাত চৌধুরী।

সিলেটভিউ২৪.কম/ ১৭ জানুয়ারি ২০২০/প্রেবি/ জুনেদ

শেয়ার করুন

আপনার মতামত দিন