আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-২০ ১১:৫২:৫১

সিলেট :: সারাদেশে হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আজ সোমবার সকাল ৭টা পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী দুই দিনে তাপমাত্রা আরও কমতে পারে।
 
পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সিলেটভিউ২৪ডটকম/২০ জানুয়ারি ২০২০/ডেস্ক/মিআচৌ 

শেয়ার করুন

আপনার মতামত দিন