আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

হকারদের ভ্যানগাড়ি গুড়িয়ে দিল সিসিক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-২০ ১২:৪৯:৩৩

নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীতে অবৈধভাবে বসা হকারদের উচ্ছেদে অভিযান চালিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। রবিবার রাতে বন্দর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সিটি কর্পোরশনের কর্মকর্তা-কর্মচারীরা।

এসময় হকারদের কাছ থেকে বিক্রির মালামালসহ ২৭টি ভ্যানগাড়ি আটক করা হয়। মালামালের মধ্যে ছিল বিভিন্ন জাতের সবজি, মাছ, ফল, কাপড় ও নানান নিত্য প্রয়োজনীয় দ্রব্য।

জব্দ করা এসব ভ্যানগাড়ি সোমবার সকালে নগরভবনে গুড়িয়ে দেয়া হয়েছে। সকালে নগরভবনের সামনের যায়গায় বুল ডোজার দিয়ে ভ্যানগাড়ি গুলো গুড়িয়ে দেয়া হয়।

এরআগে রবিবার রাত সাড়ে ৯টার দিকে আটক মালামালগুলো নিলামে বিক্রি করেন সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা মো. হানিফুর রহমান। নিলামের ক্রেতাও ছিলেন হকাররাই। নিলাম করে এসব মালামাল প্রায় ২৮ হাজার ৬৫০ টাকায় বিক্রি করা হয়।

এরমধ্যে ২৫ টুকরি মাছ ৪০০০ টাকা, ১ ভ্যান কাপড় ২৫৫০ টাকা, ৮ ভ্যান বিভিন্ন জাতের ফল ৫০০০ টাকা, ২৭ ভ্যান বিভিন্ন জাতের সবজি ১৫০০০ টাকা, বরই বিজ ১৫০০ টাকা এবং মুলা ৬০০ টাকায় বিক্রি করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/২০ জানুয়ারি ২০২০/ইআ/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন