আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে রবি’সহ ৩৮ হোল্ডিং থেকে ৪০ লাখ টাকা আদায়, রেকর্ড

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-২০ ২০:২৩:১২

সিলেটভিউ ডেস্ক :: বহুজাতিক মোবাইল অপারেটর কোম্পানি রবি আজিয়াটার বিভিন্ন টাওয়ারের হোল্ডিং ট্যাক্স বাবদ ৩৫ লাখ টাকাসহ ৩৮টি হোল্ডিং থেকে ৪০ লাখ আদায় করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। একদিনে এতো টাকা হোল্ডিং ট্যাক্স সিসিকের সর্বোচ্চ আদায়ের রেকর্ড বলে জানা গেছে।

সোমবার (২০ জানুয়ারি) দিনভর সিলেট সিটি কর্পোরেশননের বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায়ে সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মো. জসীম উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রবি মোবাইল টাওয়ার স্থাপন বাবদ মালিকপক্ষের সাথে সমঝোতা হয়। রবি’র ৫১টি টাওয়ারের মধ্যে ২৮টির বিল বাবদ ৩৫ লাখ টাকা আদায় করে সিসিক। এছাড়া আরো ১০টি হোল্ডিং থেকে ৫ লাখ টাকা আদায় করা হয়।

সোমবারের আদায়কৃত হোল্ডিং ট্যাক্স ৪০ লক্ষ টাকা এ যাবত কালের একদিনের সর্বোচ্চ আদায় বলে জানিয়েছেন জসীম উদ্দিন।

তিনি বলেন, রবি’র টাওয়ারের হোল্ডিং ট্যাক্স বাবদ ৩৫ লক্ষ টাকা এবং বাকি টাকা ১০টি হোল্ডিং থেকে সরাসরি আদায় করা হয়েছে।

হোল্ডিং ট্যাক্স বাবদ বকেয়াসহ এ বছর সিসিকের মোট পাওনা ছিল ৩৭ কোটি টাকা। এখন পর্যন্ত ৭ কোটি টাকা আদায় করা হয়েছে। বাকি টাকা আদায়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সিলেটভিউ২৪ডটকম/২০ জানুয়ারি ২০২০/ফরিদ/পিডি

শেয়ার করুন

আপনার মতামত দিন