Sylhet View 24 PRINT

কিশোরগঞ্জ জেলা সমিতি সিলেট’র শীতবস্ত্র বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-২০ ২১:০৪:২৬

সিলেট :: সিলেটস্থ কিশোরগঞ্জ জেলা সমিতির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় নগরের ছড়ারপাড়, মাছিমপুর, কামালগড় এবং মেন্দিবাগ এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় প্রায় ৫০০ শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের প্রফেসর ও সমিতির সিনিয়র সহসভাপতি জামালুর রহমান, সিলেট রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার (এসপি) নুরুল ইসলাম, সমিতির  সহসভাপতি লুৎফর রহমান, ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম, সাধারন সম্পাদক সাইফুল আলম পারভেজ, যুগ্ম-সাধারন সম্পাদক ও সিলেট গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী জনাব মো: তোফাজ্জল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক সোহাগ ইবন নুর প্রমুখ।

সিলেটভিউ২৪.কম/ ২০ জানুয়ারি ২০২০/প্রেবি/ জুনেদ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.