আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

কোম্পানীগঞ্জ ও বিশ্বম্ভরপুর থেকে আটক ২, মাদকদ্রব্য উদ্ধার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-২১ ১৫:২৭:০৩

সিলেট :: সিলেটের কোম্পানীগঞ্জ ও সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে দুই মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। এসময় তাদের কাছ থেকে ইয়াবা ও বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

অতিরিক্ত মিডিয়া অফিসার মো. সামিউল আলম প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গতকাল সোমবার (২০ জানুয়ারি) বিকাল ৩টায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর একটি দল সিলেটের কোম্পানীগঞ্জ থানার দলইরগাঁও পূর্বপাড়ায় অভিযান চালিয়ে কোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মো. ইসলাম উদ্দিন (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব। ইসলাম উদ্দিন কোম্পানীগঞ্জের দলইরগাঁওয়ের মৃত ইছহাক আলীর ছেলে।

উদ্ধারকৃত ইয়াবাসহ ইসলাম উদ্দিনকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে, গতকাল সোমবার র‌্যাব-৯ এর আরেকটি দল সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার মৌয়াকুড়া গ্রামে অভিযান চালায়। এসময় ৩৬ বোতল বিদেশি  মদসহ মো. মানিক মিয়া (২৮) নামের একজনকে আটক করা হয়। সে বিশ্বম্ভরপুর থানার কাইতকোন গ্রামের ফজর আলীর ছেলে।

উদ্ধারকৃত মদসহ মানিককে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

সিলেটভিউ২৪ডটকম/২১ জানুয়ারি ২০২০/আরএইচডি/মিআচৌ 

শেয়ার করুন

আপনার মতামত দিন