আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে শেষ হল চার দিনব্যাপি পিঠা উৎসব

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-২২ ০০:০৯:৫১

সিলেট :: সিলেটে চার দিনব্যাপী অনুষ্ঠিত জাতীয় পিঠা উৎসব সমাপ্ত হয়েছে মঙ্গলবার। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া রাজধানীর বাইরে সিলেটে প্রথমবারের মত আয়োজিত জাতীয় পিঠা উৎসব পনিণত হয়েছিলো ঐতিহ্য আর সাংস্কৃতিক মিলনমেলায়।

জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে আয়োজিত পিঠা মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিলো গত ৪ দিন। ৩দিন ছিলো বর্ণিল সাংস্কৃতিক আয়োজন।

সমাপনি দিনে জাতীয় পিঠা উৎসব সিলেট বিভাগের আহ্বায়ক আজিজ আহমদ সেলিমের সভাপতিত্বে ও সদস্য সচিব রজত কান্তি গুপ্তের পরিচালনায় উৎসবে অংশনেয়া ২৪ টি স্টলের মধ্যে সনদ বিতরণ করেন সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী ও সৈয়দা জেবুন্নেছা হক।

এসময় পরিষদের সংগঠকদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা আল আজাদ, মোকাদ্দেস বাবুল, যুগ্ম আহবায়ক শামসুল আলম সেলিম, মিশফাক আহমদ চৌধুরী মিশু, পরিষদের সদস্য নিরঞ্জন দে যাদু, খোয়াজ রহিম সবুজ, নিলাঞ্জস দাশ টুকু খোকন ফকির, সৈয়দ সাইমুম আনজুম ইভান, আশরাফুল ইসলাম অনি, কামরুন্নাহার শাওন, ইন্দ্রাণী সেন, আহমেদ হোসেন চৌধুরী, অমিত ত্রিবেদী, পরাগ রেণু দেব, আহাদ সানী, অনিশ পাল, আব্দুল আলী আকাশ, সুবর্ণ শুভ, মোশারফ হোসেন, রোকন উদ্দিন, রুবল রাজ, মাসুম খান, রাজকুমার দে জয় প্রমূখ।

সিলেটভিউ২৪ডটকম/২২ জানুয়ারি ২০২০/প্রেবি/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন