আজ মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ইং

সিলেট সিভিল সার্জনের এডভোকেসী সভা অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-২২ ১৮:১৯:৩২

সিলেট :: ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে জেলা পর্যায়ে এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) সিলেট সিভিল সার্জন কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডলের সভাপতিত্বে ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুজন বনিকের উপস্থাপনায় বক্তব্য রাখেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অনীল কৃষ্ণ মজুমদার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বায়েজিদ খান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডা. মো. মঈনুল আহসান।  

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুরে আলম শামীম, ডা. মনিসর চৌধুরী, ডা. মো. মাসুম, ডা. আহমদ সিরাজুল মুনীর, ডা. নাহিদ, ডা. মোয়াজ্জেম আলী খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম রব্বানী মজুমদার।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জিয়াউল ইসলাম চৌধুরী ও পবিত্র গীতা পাঠন করেন ইপি আই সুপারিন্টেন্ডেন্ট যশোবন্ত অর্জুন।

অন্যান্যের মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/২২ জানুয়ারি ২০২০/প্রেবি/এসএইচ

শেয়ার করুন

আপনার মতামত দিন