আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

দেশের উন্নয়নে মেধার বিকল্প নেই: চেয়ারম্যান ফারুক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-২২ ১৯:৫১:৫৩

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :: সোনার বাংলা ফ্রেন্ডস ওয়েল ফেয়ার এসোসিয়েশন আয়োজিত উপজেলাব্যাপী কুইজ প্রতিযোগিতার পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ বলেছেন, গোয়াইনঘাট উপজেলায় শিক্ষার অগ্রযাত্রায় ভূমিকা রাখছে এই সংগঠন। প্রত্যন্ত অঞ্চলে অনেক মেধাবী আছে, যারা সুযোগের অভাবে মেধার বিকাশ ঘটাতে পারে না, অবহেলায় আড়ালে থেকে যায়। তাদের নিয়ে এসে উৎসাহিত করার জন্য এ আয়োজন অবশ্যই প্রশংসার দাবি রাখে।

তিনি বলেন, বিশ্বায়নের এ যুগে দেশের উন্নয়নে মেধার বিকল্প নেই। একবিংশ শতাব্দীতে মেধাবীরাই সমাজকে নেতৃত্ব দেবে।
 
বুধবার (২২ জানুয়ারী ) বেলা ২টায় গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার মাঠে কুইজ প্রতিযোগিতার পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সোনার বাংলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আলী আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালেদ আহমদের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ আহমদ, সোনার বাংলা উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো আব্দুল লতিফ, সোনার বাংলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো আব্দুল মুনিম, উপজেলা আওয়ামী লীগের সদস্য সুবাস প্রমূখ।

অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরুষ্কার তুলেদেন অতিথিবৃন্দ।

সিলেটভিউ২৪ডটকম/ মতিন/ জুনেদ

শেয়ার করুন

আপনার মতামত দিন