আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

নাজিরবাজার-খন্দকারবাজার সড়কে মাটি পরিবহন, ভোগান্তি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-২২ ২০:৫৬:২৩

ওসমানীনগর প্রতিনিধি :: ওসমানীনগর উপজেলার নাজিরবাজার-খন্দকারবাজার সড়কে ট্রাক ও ট্রাক্টর দিয়ে উন্মুক্তভাবে মাটি পরিবহনের কারণে রাস্তায় মাটি পড়ছে। ফলে শীতের শিশিরে সড়ক পিচ্ছিল হয়ে প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। এছাড়া দিনে সূর্যালোকে সড়কে পড়া মাটি থেকে ধুলো উড়ায় স্থানীয়রা ভোগান্তি পোহাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত এক মাস ধরে রুনীয়ার হাওর থেকে নাজিরবাজার-খন্দকারবাজার সড়ক দিয়ে বিভিন্ন ইটভাটা ও নতুন বাড়িঘর নির্মাণে ব্যবহৃত মাটি পরিবহন করা হচ্ছে। পরিবহনের সময় মাটি রাস্তায় পড়ছে। সেসব মাটি সরানোর কোনো উদ্যোগ নেই পরিবহনের সাথে জড়িতদের।

ফলে বৃষ্টি ও শীতের শিশিরে সেসব মাটি পিচ্ছিল হয়ে যায়। এতে ছোটখাটো দুর্ঘটনা ঘটছে যান চলাচল করতে গিয়ে।

স্থানীয়দের অভিযোগ, অধিক মাটি পরিবহনের ফলে রাস্তার ঢালাই ওঠে যাচ্ছে। কোথাও কোথাও ফাটলসহ গর্তের সৃষ্টি হয়েছে। এমনকি রাস্তার পাশে বিভিন্ন স্থানে ভাঙ্গনের সৃষ্টি হচ্ছে।

জানা গেছে, স্থানীয় চিন্তামনি-খন্দকারবাজার সড়ক দিয়ে মাটি পরিবহনের ব্যাপারে গত ১৭ জানুয়ারি চিন্তামনি গ্রামে পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের জনসাধারণের উপস্থিতিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিষয়টি প্রশাসনকে অবগত করার সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, ‘এ ব্যাপারে প্রয়াজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’

সিলেটভিউ২৪ডটকম/২২ জানুয়ারি ২০২০/রনিক/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন