আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

বাংলাদেশের অর্থনীতির শক্তভিত্তি দিয়েছে প্রবাসীদের রেমিট্যান্স: বদরুল ইসলাম শোয়েব

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-২২ ২০:৫৭:২৯

সিলেটভিউ ডেস্ক :: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, দেশের অর্থনীতিতে সে সুবাতাস বইছে তার অন্যতম মাধ্যম হচ্ছে প্রবাসী আয়। আমাদের দেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরের অন্যতম চালিকাশক্তি এই রেমিটেন্স। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তামানে দেশে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। আমাদের এ সাফল্যে প্রবাসী কর্মীদের পাঠানো রেমিটেন্সের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকের' র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, নিজেদের ভোগবিলাগ বিসর্জন দিয়ে প্রবাসী ভাই-বোনেরা এদেশের উন্নয়নে প্রতিনিয়ত অবদান রাখছেন। আমাদের দেশের সার্বিক উন্নয়ন ও অর্থনীতিতে যারা এত অবদান রাখছে, তাদের সম্মান দেওয়া জরুরি। তাদের সকল সমস্যা সমাধানে আমাদের উদ্যোগী হতে হবে।

গতকাল বুধবার (২২ জানুয়ারি) বিকেলে গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়াম শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকের উপদেষ্টা মো. আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ আব্দুস সামাদ, প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ সেলিম আহমদ, সাংগঠনিক সম্পাদক সাদেক আহমদ, সদস্য কিবরিয়া ইসলাম, সোশ্যাল ইউকে ট্রাস্টের চেয়ারম্যান মো. আব্দুল বাছিত, নছরুল ইসলাম, গোলাপগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি আব্দুল আহাদ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক জাহেদুর রহমান।

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক এমরান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকের সদস্য মনজুর আহমদ শাহনাজ।

এসময় আরো বক্তব্য রাখেন প্রবাসী মওদুদ আহমদ চৌধুরী সুজন, ক্রীড়া সংগঠক শাকিল আহমদ, যুব সংগঠক আলিম উদ্দিন বাবলু, নাজিমুল হক লস্কর।

সিলেটভিউ২৪ডটকম/২২ জানুয়ারি ২০২০/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন