আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

সড়ক দুর্ঘটনার প্রতিবাদে এয়ারপোর্ট রোডে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-২৩ ২২:২০:৩৮

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে ঘনঘন সড়ক দুর্ঘটনার প্রতিবাদে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে চৌকিদেখী এলাকাবাসী। বৃহস্পতিবার রাত ৯টার সময় অবরোধ চলাকালে এয়ারপোর্ট রোড বন্ধ হয়ে পড়ে।

গত মঙ্গলবার নগরীর চৌহাট্রায় ট্রাক চাপায়  ইমতিয়াজ মাহবুব অর্জন ও ১৪ জানুয়ারি সুবিদবাজারে ট্রাকের চাপায় মুনতাহা আক্তার তানিয়া নামের এক গৃহবধূ মারা যান।

গৃহবধূ তানিয়া নিহতের প্রতিবাদে চৌকিদেখিতে সড়ক অবরোধ করে প্রতিবাদ করেছিল এলাকার লোকজন।

এ সপ্তাহে নগরীতে পূণরায় ট্রাক চাপায় এক যুবক নিহতের ঘটনায় প্রতিবাদ জানাতে আজ বৃহস্পতিবার রাতে চৌকিদেখিতে সড়ক অবরোধ করে এলাকাবাসী।
 
এসময় উপস্থিত ছিলেন হাসনাত চৌধুরী শিপলু, আবু সুফিয়ান চৌধুরী, জামাল আহমেদ,সাকিব আহমেদ, নাজমুস সাকিব, রায়হান আহমেদ, মেহবুব আহমেদ, সাদ্দাম আহমেদ, কামরুজ্জামান,আহরার, শাওন, সাকিব, দিপু, ফারহান, সুজন, জুম্মান, আল-আমিন, নিজাম,  দিপু, শাবুদ্দীন,  নাসির,  হেলাল, ফারুক, জুম্মান, রনি, সাদিক, হিমেল, রায়হান।

আন্দোলনকারীরা জানিয়েছেন, নগরীর সড়ক নিরাপদ করতে ট্রাক চলাচলে নীতিমালা করতে হবে। অন্যথায় নগরবাী এর প্রতিবাদে ফুঁসে উঠবে। ট্রাক চালকরা বেপরোয়াভাবে গাড়ী চালনোর কারণে ১০ দিনের ব্যবধানে দু'জনের জীবন দিতে হল।

সিলেটভিউ২৪ডটকম/ ২৩ জানুয়ারি ২০২০/ মোজাম্মেল/ জুনেদ

শেয়ার করুন

আপনার মতামত দিন