আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

ইসকন সিলেট ইয়ূথ ফেস্টিভ্যাল ৪ ফেব্রুয়ারি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-২৪ ১৪:৪৭:৩৮

সিলেট :: সিলেট ইসকন মন্দিরে ১৬ তম ইয়ূথ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ইসকন সিলেট মন্দির প্রাঙ্গণে বিকাল সাড়ে তিনটা থেকে এ উৎসব শুরু হবে।

বর্তমান যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধে ও আদর্শ চরিত্র গঠনের লক্ষ্য নিয়েই এই আয়োজন। বিগত পনের বছর সফলতার সাথে এই ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের অনুষ্ঠিত এই ফেস্টিভ্যালে দেশ ও বিদেশের বিভিন্ন গুণী ব্যক্তিরা বক্তব্য রাখবেন।

উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ।

ইসকন ইয়ুথ ফোরামের কো-অর্ডিনেটর দেবর্ষি শ্রীবাস দাস ব্রহ্মচারী বলেন, ১৬ তম এই আয়োজনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। ফেস্টিভ্যালে সিলেট অঞ্চলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।


সিলেটভিউ২৪ডটকম/২৪ জানুয়ারি ২০২০/প্রেবি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন