আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

ভাষা সৈনিক কনাই মিয়া তালুকদারের মৃত্যু বার্ষিকী পালন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-২৫ ২০:৪৫:৩৩

সিলেট :: সিলেট বিভাগ জনস্বার্থ সংরক্ষণ পরিষদের উদ্যোগে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সংগঠক, ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম কনাই মিয়া তালুকদারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (২৪ জানুয়ারী) বিকেলে মরহুমের বাসভবনে এক আলোচনা-সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। সিলেট পৌরসভার সাবেক কমিশনার আব্দুল গফফার দিলীপের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা-সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক।

আলোচনা সভায় তিনি বলেন, রত্নগর্ভা সিলেটে অনেক গুণীজনের জন্ম হয়েছে, তাদের জীবনাদর্শ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। মরহুম কনাই মিয়া তালুকদারের জীবন ও কর্ম যুগে যুগে মানুষকে অনুপ্রেরণা যুগাবে।

আলোচনা-সভা শেষে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মীরাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম, শাপলাবাগ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম, কল্যাণপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম, মিরাপাড়া নয়া মসজিদের ইমাম ও খতীববৃন্দ।

আলোচনা-সভা ও দোয়া-মাহফিলে উপস্থিত ছিলেন প্রবীণ রাজনীতিবিদ শেখ শহীদ, সিলেট বিভাগ জনস্বার্থ সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাজিউল ইসলাম তালুকদার রাজু, জনস্বার্থ সংরক্ষণ পরিষদের উপদেষ্টা মন্ডলীর সভাপতি ডা. হাবিবুর রহমান, উপদেষ্টা আনোয়ারুল ইসলাম আনা মিয়া, আওয়ামী তথ্য প্রযুক্তি লীগের সাংগঠনিক সম্পাদক মীর এম এ খালিক মন্টু, মাহতাব উদ্দিন আহমদ, ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম তালুকদার, মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন, সাজ্জাদুর রহমান, সোহেল আহমদ, সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সিলেট বিভাগ জনস্বার্থ সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক শাহিদুর রহমান ঝুনু, সাংগঠনিক সম্পাদক আফছর আহমদ, জনস্বার্থ সংরক্ষণ পরিষদের সহ-সভাপতি সুরুজ আলী, আব্দুল বাছিত মুজাহিদ, প্রিন্স বাহার চৌধুরী, ব্যাংকার রিয়াজ উদ্দিন আহমদ, মুহিবুর রহমান তালুকদার, ফয়জুল হক, সিরাজুল ইসলাম, মিজানুর রহমান, ফুল মিয়া উরফে রাজা তালুকদার, ফারুক মিয়া তালুকদার, ফজলুর রহমান, ফটো সাংবাদিক সৌরভ আহমদ, লাল খান, ওয়ালভিশনের সেবা কর্মী মনোয়ারা আক্তার রিয়া, রুবেল আহমদ, আব্দুল মতিন, আমিনুল ইসলাম তালুকদার রাজবীর, মাহিন আহমদ, রিয়াজ উদ্দিন, মতিউর রহমান, প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/২৫ জানুয়ারি ২০২০/প্রেবি/এসএইচ

শেয়ার করুন

আপনার মতামত দিন