আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিলের কম্বল বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-২৫ ২১:২৩:০৫

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের শেখেরগাঁও গ্রামস্থ যুক্তরাজ্য প্রবাসী তৈমুছ আলীর বাড়িতে প্রায় ৩ শতাধিক অসহায়-গরীব শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের সাবেক অতিরিক্ত সচিব মঈন উদ্দিন। এসময় তিনি বলেন, ধনীদের সম্পদে গরীবের অধিকার রয়েছে। তাই আমাদের সকলের উচিত নিজেদের অবস্থান থেকে সমাজে অবহেলিত-বঞ্চিত ও দরিদ্র মানুষগুলোকে সাহায্য করা। সরকারের পাশাপাশি প্রবাসীরা নিজেদের কষ্টার্জিত অর্থ দিয়ে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে আসছেন। 

সমাজসেবক গয়াছ মিয়ার সভাপতিত্বে ও হাফিজ আরব খানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ইন ইউকের সহ সভাপতি তৈমুছ আলী, যুগ্ম সম্পাদক আনছার আলী, সমাজসেবক মোক্তার আলী, মাওলানা সেলিম আহমদ, হাজী জুনাইদ আহমদ, ফখরুল ইসলাম, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবারক আলী, বর্তমান মেম্বার ইরন মিয়া, এলাকার মুরব্বী নজরুল ইসলাম হান্দু মিয়া, তফুর মিয়া, আবদুল জাহির, ইকবাল হোসেন, কাজী নূর উদ্দিন, আবদুর রাজ্জাক, ইমাম ফখরুল ইসলাম, সংগঠক আব্দুল মছব্বির, মাওলানা মাশুক আহমদ, নিজাম উদ্দিন, মখন মিয়া।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ক্বারী দেলওয়ার হোসেন।

সিলেটভিউ২৪ডটকম/২৫ জানুয়ারি ২০২০/অপু/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন