আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইং

বৃহত্তর দশগ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-২৬ ০১:১১:৩৮

সিলেট :: সিলেট সদর উপজেলার মোগলগাও ইউনিয়নের বৃহত্তর দশগ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশনের অভিষেক উপলক্ষ্যে পবিত্র কোরআন মাজীদ, স্কুল ড্রেস, পায়জামা- পাঞ্জাবী ও বুরকাসহ বিভিন্ন শিক্ষা বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে দশগ্রাম বাজার মাঠে বিভিন্ন শিক্ষা বিতরণ উপলক্ষ্যে এক আলোচনা সভা হয়।

সংগঠনের সভাপতি মো. জৈন উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজাউল কদির রেজা ও কয়েছ আহমদ এর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পবিত্র কোরআন শরীফ, স্কুল ড্রেস, পায়জামা- পাঞ্জাবী সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ একটি মহতি উদ্যোগ। এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সমাজের প্রত্যেককে সামর্থ অনুযায়ী এ ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, সরকার শিক্ষাক্ষেত্রে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকারের আমলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এখন ডিজিটাল মাধ্যমে শিক্ষাপাঠদান করা হচ্ছে। শিক্ষার্থীদের কিভাবে পড়াশোনায় মনোযোগ বাড়ানো যায় সেদিকে সরকারের নজর রয়েছে। তাই সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান সহ দলমত নির্বিশেষে এ ধরনের কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৭নং মোগলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ্ জামাল নুরুল হুদা, ৪নং খাদিমপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ডালিম, সিলেট সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, ৭নং মোগলগাঁও ইউপি চেয়ারম্যান হিরন মিয়া, ৭নং মোগলগাঁও ইউপি সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম টুনু, সমাজ সেবক সুলতান খান, আমির আহমদ মোস্তফা, মুরাদ হোসেন,নাজির উদ্দিন, এডভোকেট আব্দুল গাফ্ফার, রফিক আহমদ, আব্দুল বাছিত, জামিল উদ্দিন, রফিকুল ইসলাম, আব্দুল হামিদ, নারী ও শিশু অধিকার ফোরাম সিলেট জেলা আহ্বায়ক কমিটির সদস্য মো. জাকির হোসেন। মাওলানা সাহাব উদ্দিনের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক এম. শাহিন আহমদ।

বক্তব্য রাখেন যুবনেতা আঙ্গুর আলম, ডা. শামীম আহমদ, লিটন আহমদ, বৃহত্তর দশগ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্ঠা শফিক আলী, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আবু সাইদ মোহাম্মদ দুলাল, সহ-সভাপতি নূর মিয়া, নজরুল ইসলাম সুমন, যুগ্ম-সাধারণ সম্পাদক এবি শিহাব, অর্থ সম্পাদক মোওলানা আরশ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, সহ-প্রচার সম্পাদক শাকির আহমদ, সহ-অফিস সম্পাদক আল-আমিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোগলগাঁও ইউপি, ১নং ওয়ার্ডের মেম্বার মুক্তার আলী, সাবেক মেম্বার আব্দুল জলীল, ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার নিজাম উদ্দিন, ১নং জালালাবাদ ইউপি, ২নং ওয়ার্ডের মেম্বার মুজাহিদ আলী, ৭নং মোগলগাঁও ইউপি ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা সদস্য চম্পা বেগম, যুবনেতা সেবুল আহমদ, জাকির আহমদ জাকির, কে.এম. রিয়াজ উদ্দিন, কামরান উদ্দিন অপু, এলাকার মুরব্বি ও সমাজ সেবক তজমুল আলী, হাজী মখলিছ আলী, ছেরাগ আলী, আব্দুস সালাম, আব্দুল মালিক, গোলাম রাব্বানী, জালাল মিয়া, মনফর আলী, শফিক আলী, আব্দুল মনাফ, ছামাদ আলী, আব্দুল হান্নান, কদর আলী, আমির আলী, তেরাব আলী, শাহার মিয়া, সমছুল হক, ছমক আলী, ইব্রাহিম খাঁ, আব্দুল ওয়াহিদ, লালা মিয়া, ফেরদৌস আহমদ, যুবনেতা বুরহান উদ্দিন, সুজন আহমদ, আবুল হোসেন, জফির আলী, কাহার, ছাদিক আহমদ, জাহেদ আহমদ, আব্দুল জলিল, নুরুল আহমদ, জাকির আহমদ, বৃহত্তর দশগ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আব্দুল করমি, সাইফ উদ্দিন, মো: জুয়েল আহমদ, যুগ্ম-সম্পাদক খছরু মিয়া, যুগ্ম-সম্পাদক আশরাফুল হক, যুগ্ম-সম্পাদক দিলওয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, বুরহান উদ্দিন রাব্বানী, সহ-দপ্তর সম্পাদক আল-আমিন, প্রচার সম্পাদক মাসুদ আহমদ লেবু, শিক্ষা ও গবেষনা সম্পাদক ইমতিয়াজ আহমদ ইমরান, সহ- শিক্ষা ও গবেষনা সম্পাদক জয়নাল আবেদিন জিহান মোবারক, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক বুরহান আহমদ, সহ- সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক হাফিজুর রহমান, সদস্য সেলিম আহমদ, নাঈম খাঁ, জুবায়ের আহমদ জুবেল, জমির উদ্দিন, বিলাল আহমদ, হিরন মিয়া প্রমুখ।

উল্লেখ্য, পবিত্র কোরআন শরীফ ৬০টি, বুরকা ২০টি, স্কুল ড্রেস ৪০টি ও পায়জামা-পাঞ্জাবী ২০টি বিতরণ করা হয়।


সিলেটভিউ২৪ডটকম/২৬ জানুয়ারি ২০২০/প্রেবি/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন