আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

কমলগঞ্জের ধলাই নদীর এক সাঁকোতে ১০ গ্রামবাসীর পারাপার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-২৭ ০০:২৯:২৭

সিলেটভিউ ডেস্ক :: মৌলভীবাজার জেলার কমলগঞ্জের ধলাই নদীতে নেই কোনো সেতু। একটি সেতুর অভাবে ঝুঁকিপূণৃ সাঁকো দিয়ে পারপার হন ১০টি গ্রামের মানুষ। 

স্থানীয়রা জানান, কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের ধলাইপার এলাকায় ধলাই নদীর উপরের এ বাঁশের সাঁকো দিয়ে মাধবপুর আলীনগর ও আদমপুর ইউনিয়নের লোকজন এক ইউনিয়ন হতে অন্য ইউনিয়নে যেতে হলে এ সাঁকো ব্যবহার করেন। এছাড়া সারা বছরই জীবনের ঝুঁকি নিয়ে এই তিন ইউনিয়নের টিলাগাঁও, ভাষাণীগাঁও, শিমুলতলা, রানীরবাজার, ঘোড়ামারা, তিলকপুর, পদ্মছড়া, শিববাজার  লঙ্গুরপারসহ ১০টি গ্রামের শ’ শ’ শিক্ষার্থী এ সাঁকোটি ব্যবহার করে স্কুল, কলেজে যাতায়াত করে। বর্তমানে শীত মৌসুমে এ বাঁশের সাঁকো ব্যবহৃত হলেও বর্ষা মৌসুমে নৌকাই তাদের একমাত্র ভরসা।


এদিকে, বর্ষা মৌসুমে নদীর স্রোত বেড়ে গেলে বিকল্প যাতায়াত হিসেবে উপজেলা সদর ১০ কিলোমিটার অথবা মাধবপুর ইউনিয়ন ঘুরে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয়দের যেতে হয়।
সৌজন্যে : মানবজমিন
 
সিলেটভিউ২৪ডটকম/২৭ জানুয়ারি ২০২০/আরএইচডি/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন