আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

এখনও নির্ধারণ হয়নি সিলেট শ্রম আদালতের স্থান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-২৭ ০৯:৫৪:০৯

নিজস্ব প্রতিবেদক :: প্রজ্ঞাপন জারি হয়েছে গত বছরের ২৪ জুন।  কিন্তু সরকারি নির্দেশনার সাত মাস পেরিয়ে গেলেও সিলেটে এখনও চালু হয়নি শ্রম আদালতের কার্যক্রম। স্থান নির্ধারণ না হওয়ায় সিলেটে এ আদালত চালু করা যাচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে, আইনী বিষয়াদি নিয়ে চট্টগ্রাম শ্রম আদালতে যাতায়াত করতে করতে হয় বলে চরম ভোগান্তিতে আছেন সিলেটের লাখো শ্রমিক। নানা সমস্যা ও মামলা নিয়ে সিলেট বিভাগের শ্রমিকদের দ্বারস্থ হতে হচ্ছে চট্টগ্রাম শ্রম আদালতে। এতে শ্রমিকদের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।

জানা গেছে, গত বছরের ২৪ জুন প্রজ্ঞাপন জারির পর থেকে চট্টগ্রামের দ্বিতীয় শ্রম আদালতের এখতিয়ার বহির্ভূত হওয়ায় সিলেট বিভাগের কোনো  মামলা গ্রহণ করা হয়নি। পরে শ্রম মন্ত্রণালয়ের নির্দেশে গত বছরের নভেম্বর থেকে চট্টগ্রাম শ্রম আদালত অতিরিক্ত দায়িত্ব হিসেবে সিলেট শ্রম আদালতের মামলা গ্রহণ করছেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সিলেট শ্রম আদালত স্থাপনের ক্ষেত্রে লোকবল নিয়োগের কার্যক্রম চলছে। তবে সিলেট নাকি শ্রীমঙ্গল কোথায় আদালত চালু হবে সে স্থান এখনও নির্ধারণ হয়নি।

সিলেটভিউ২৪ডটকম/২৭ জানুয়ারি ২০২০/আরএইচডি/আরআই-কে/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন