আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

গোলাপগঞ্জ আওয়ামীলীগ নেতার দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-২৭ ১০:৫৭:৫৯

গোলাপগঞ্জ  প্রতিনিধি:: গোলাপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল হেকিম (৭৫ ) এর জানাযার নামাজ শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে  দাফন করা হয়েছে।গতকাল দুপুর ২টায় দাড়িপাতন কেন্দ্রীয় ইদগাহে জানাযার নামাজ শেষে দাফন কাজ সম্পন্ন হয়। জানা যায়,শনিবার দুপুর সাড়ে ১২টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ  অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানাযার নামাজে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী,সাধারন সম্পাদক রফিক আহমদ,গোলাপগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি আমিনুল ইসলাম রাবেল,  গোলাপগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মিছবাহ উদ্দিন, রনকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি মিজানুর রহমান চৌধুরী রিংকু,উপজেলা আওয়ামীলীগ নেতা জিল্লুর রহমান,পৌরসভার সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক রুহেল আহমদ,উপজেলা যুবলীগের আহ্বাহক ওয়েছ রহমান ওয়েছ,যুগ্ম আহ্বাহক ফয়জুল ইসলাম ফয়সল,পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইউনুছ চৌধুরী,সিলেট জেলা ছাত্রলীগের সাবেক বিভাগীয় উপ-সম্পাদক হোসেন আহমদ প্রমুখ।

এদিকে আব্দুল হেকিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি,গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিক আহমদ,বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মনজুর সাফি চৌধুরী এলিম, পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল,উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান,রণকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান চৌধুরী রিংকু,উপজেলা যুবলীগের আহ্বাহক ওয়েছুর রহমান ওয়েছ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের  সভাপতি এনামুল হক এনাম, সাধারন সম্পাদক  ইউনুছ চৌধুরী, সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল কুদ্দুছ,  রতন মনি চন্দ, সহ-সাধারন সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, কোষাধ্যক্ষ জালাল আহমদ চৌধুরী, প্রমুখ।পৃথক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সিলেটভিউ২৪ডটকম/২৭ জানুয়ারি ২০২০/এএইচএ/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন