আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

কোম্পানীগঞ্জে নাজিমের খুনীদের গ্রেফতারের দাবিতে মানবন্ধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-২৭ ১৯:২১:২৬

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনীখাই ইউনিয়নের দরাকুল গ্রামের আব্দুর রহমানের ছেলে নাজিম উদ্দীনের খুনের ঘটনায় আসামিদের গ্রেফতারের দাবিতে উত্তাল কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল বাজার। সোমবার দরাকুল গ্রামের শতশত মানুষ জড়ো হয়ে উপজেলার খাগাইল বাজারে নাজিম উদ্দীনের হত্যাকারীদের দাবিতে মানববন্ধন করেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, বাড়ির সীমানা নিয়ে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ঘাতকেরা নাজিম উদ্দীনকে প্রানে হত্যা করার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায় গত ৮ জানুয়ারি। গুরুতর আহত  অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

৮ দিন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় তার সহধর্মিণী কমলা বেগম বাদী হয়ে দরাকুল গ্রামের আইয়ুব আলীর ছেলে আমির উদ্দিনকে প্রধান আসামি করে ৯ জনের নাম উল্লেখ ও ৬/৭ জনের নাম অজ্ঞাত রেখে  কোম্পানীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার অন্যান্য আসামিরা হলেন, দরাকুল গ্রামের মজিদ মিয়ার ছেলে আলকাছ, জহির উদ্দিনের ছেলে শাহাবুদ্দিন, শরাফত আলীর ছেলে নিজাম উদ্দিন, সমন্দ আলীর ছেলে আইয়ুব আলী, জহির উদ্দিনের ছেলে কুতুবউদ্দিন, সিরাজের ছেলে নুরুল হক, উস্তার আলীর ছেলে আবুল হোসেন।

বক্তারা বলেন, নাজিম হত্যার সাথে জড়িত আসামিরা পুলিশের সামনে ঘুরাঘুরি করলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। বক্তরা বলেন, দ্রুততম সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার না করলে প্রয়োজনে থানা ঘেরাও কর্মসূচি দিতে বাধ্য হবেন।

এ সময় বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ শাহীন আহমদ, এলাকার বিশিষ্ট মুরব্বি তৈয়বুর রহমান, তাজ উদ্দিন, নূরুল আমিন, ফয়জুল ইসলাম, আমজা আলী, বশির উদ্দিন, কবি দাস,সামছুল ইসলাম, ডাক্তার শীতল চন্দ্র দাস,নুর উদ্দিন, আব্দুর রহিম প্রমূখ।

মামলার তদন্তকারী কর্মকর্তা কোম্পানীগঞ্জ থানার এস আই খায়রুল বাশার বলেন, নাজিম উদ্দীন হত্যা মামলাটি কোম্পানীগঞ্জ থানায় রুজূ করার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এছাড়া এজহার নামীয় আসামিদের গ্রেফতার করার জন্য একাধিকবার পুলিশি অভিযান পরিচালনা করা হয়েছে। আসামিদের গ্রেফতারে আমরা তৎপর রয়েছি।

সিলেটভিউ২৪ডটকম/২৭ জানুয়ারি ২০২০/ মতিন/ জুনেদ

শেয়ার করুন

আপনার মতামত দিন